নন্দীগ্রামের ‘রাস্তা কাটা বিপ্লব’ ফিরে এল ১০ বছর বাদে! বিশেষ খবর রাজ্য November 9, 2017 আজ থেকে ঠিক ১০ বছর আগে বাংলার ইতিহাসে তো বটেই সমগ্র ভারতের ইতিহাসে পাকাপাকি জায়গা করে নিয়েছিল নন্দীগ্রাম। বদলে দিয়েছিল বাংলার রাজনৈতিক অভিমুখ, পাল্টে দিয়েছিল একটি আস্ত সরকার। ২০০৭ এর সেই গুলিচালনা, জমি আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠা এলাকা প্রতিবাদের ভাষা হিসাবে কেটে দিত রাস্তা। প্রশাসন যখন আমাদের উপর ‘অত্যাচার’ করছে তখন সেই প্রশাসনকে ঢুকতেই দেব না এলাকায়, এই ছিল ‘রাস্তা কাটা বিপ্লবের’ সারমর্ম। আর সেই একই ধরনের প্রতিবাদ যখন ফিরে এল অন্য আঙ্গিকে সেই নন্দীগ্রামের বুকেই ২০১৭ সালে আবার তখন রাজনৈতিক মহলে চাপা গুঞ্জন আবার কি রাজনৈতিক পিট পরিবর্তনের পালা? সূত্র মারফত জানা যাচ্ছে, মনুচক থেকে বেতমুনি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় পাঁচ কিমি রাস্তার বেহাল দশা, এই রাস্তা কয়েক হাজার মানুষ যাতায়াত করে প্রত্যহ যাতায়াত করেন। আর তাই এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী এই রাস্তা হয় ঢালাই বা পিচ রাস্তায় সংস্কার করা হোক। কিন্তু পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি বা বিডিওকে জানিয়েও কোনো লাভ হয় নি আর তাই রাতের অন্ধকারে কেউ বা কারা নরসিংহপুর, বাওখাবাড়, ভেকুটিয়া তিনটি গ্রামে তিন জায়গায় কোথাও পাঁচ ফুট কোথাও চার ফুট করে রাস্তা কেটে দিয়েছে, যা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। আপনার মতামত জানান -