মুকুল রায়ের ১০ এর জবাব ১৩ ই দেবে শাসকদল বিশেষ খবর রাজ্য November 9, 2017 বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথমবার বিজেপির মঞ্চ থেকে প্রকাশ জনসভায় অংশ নেবেন মুকুল রায়, আগামী ১০ ই নভেম্বর, শুক্রবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে বিজেপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে মুকুল রায়ের সেই সভা হওয়ার কথা। বিজেপির রাজ্য দপ্তর থেকে তাঁর প্রথম সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন সেদিন তিনি ‘রাজনৈতিকভাবে’ মুখ খুলবেন, তাঁর অনেক কিছুই বলার আছে। তাই সেদিনের সভা ঘিরে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। কিন্তু মুকুল রায়কে পাল্টা দিতে ও তাঁর সভাকে কার্যত গুরুত্ত্বহীন করতে চাইছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ঠিক হয়েছে মুকুল রায়ের সাভার ঠিক তিন দিন বাদে আগামী ১৩ ই নভেম্বর সেই একই জায়গায় পাল্টা সভা করবে শাসকদল, কিন্তু বিজেপিতে মুকুলবাবুর যোগদানকে তুচ্ছ বিষয় বোঝাতে উত্তর কলকাতা যুব তৃণমূলকে দিয়েই জবাব দিতে চাইছেন তৃণমূল বলে সূত্রের খবর। তাই এই পাল্টা সভায় হেভিওয়েট কোনও নেতাকে রাখছে না তারা, বরং নোটবন্দি, জিএসটি ও সাম্প্রদায়িক কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদের মোড়কেই অবশ্য ওই সভা করার প্রস্ততি নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর। আপনার মতামত জানান -