এখন পড়ছেন
হোম > জাতীয় > “দুই মাসের মধ্যেই ছিন্ন বিচ্ছিন্ন হবে বিরোধী জোট” ডেডলাইন বেঁধে কটাক্ষ হেভিওয়েটের!

“দুই মাসের মধ্যেই ছিন্ন বিচ্ছিন্ন হবে বিরোধী জোট” ডেডলাইন বেঁধে কটাক্ষ হেভিওয়েটের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে রীতিমত বিরোধী জোট ইন্ডিয়ার প্রস্তুতি তুঙ্গে। মুম্বইয়ে সমস্ত বিরোধী জোটের নেতা-নেত্রীরা দফায় দফায় বৈঠক করছেন। লোগো নির্বাচন থেকে শুরু করে আসন বন্টন নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে। আর তার মাঝেই সেই বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তার দাবি, যারা যারা এই বিরোধী জোটে রয়েছেন, তারা সকলেই নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে চেষ্টা করছেন। কিন্তু দু মাসের মধ্যেই তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবেন।

প্রসঙ্গত, মুম্বইয়ে বিরোধী জোটের প্রস্তুতি বৈঠক নিয়ে এদিন লকেট চট্টোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি সাংসদ বলেন, “এই বিরোধী জোট বেশি দিন টিকতে পারবে না। কারণ এরা সবাই প্রধানমন্ত্রী হতে চায়। কে প্রধানমন্ত্রী হবেন, তা ঠিক করতে পারছে না। এরা সকলে নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে, দুর্নীতি থেকে বাঁচতে এক জায়গায় একত্রিত হয়েছেন। তবে দুই মাসের মধ্যেই ইন্ডিয়া জোটের আই একদিকে, এন এক দিকে ছিটকে যাবে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে।”

একাংশ বলছেন, লকেট চট্টোপাধ্যায় এই বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন যে, বিজেপিকে আটকানোর জন্য বিরোধী দলের নেতা নেত্রীরা একত্রিত হলেও তারা শেষ পর্যন্ত এক জায়গায় থাকতে পারবেন না। কারণ তাদের মধ্যেই ক্ষমতা দখল নিয়ে শুরু হয়ে যাবে লড়াই। আর সেই লড়াইয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে বিরোধী দল। যদিও বা বিজেপি সাংসদদের এই বক্তব্যকে আমল দিতে নারাজ বিরোধী জোটের নেতা নেত্রীরা। তাদের দাবি, সময় আসলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। তবে শেষ পর্যন্ত কি হবে বিরোধী জোটের ভবিষ্যৎ, লকেট চট্টোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী মিলে যাবে, নাকি বিজেপিকে চাপে ফেলবে সম্মিলিত বিরোধী শক্তি, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!