এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সরকারি নির্মাণের কাজে জমি অধিগ্রহণ কিভাবে করা হবে? আজ তার মডেল স্থির করে দিলেন মুখ্যমন্ত্রী

সরকারি নির্মাণের কাজে জমি অধিগ্রহণ কিভাবে করা হবে? আজ তার মডেল স্থির করে দিলেন মুখ্যমন্ত্রী


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সিঙ্গুরের জমি অধিগ্রহণের স্মৃতি এখনো রয়েছে মানুষের মনে। সিঙ্গুর, নন্দীগ্রামের জমি আন্দোলন রাজনৈতিক পালাবদল ঘটিয়েছিল রাজ্যে। তবে সিঙ্গুরের মত জমি অধিগ্রহণ আর করা হবে না। আজ সরকারি কাজে জমি অধিগ্রহনের নতুন মডেল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে কিভাবে জমি অধিগ্রহণ করা হবে? তার একটি রূপরেখা স্থির করে দিলেন তিনি।

বীরভূম জেলার মহম্মদ বাজার ব্লকের দেউচা পাঁচামির জমি অধিগ্রহণ নিয়ে বেশ কিছু বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ করা হবে না। সরকারি নির্মাণে যদি জমি দেওয়া হয়, তবে উপযুক্ত ক্ষতিপূরণ যেমন দেওয়া হবে। তেমনই দেয়া হবে বাড়ি ও পরিবারের একজনের কর্মসংস্থান। প্রসঙ্গত বীরভূম জেলার দেউচা পাঁচামি এলাকায় বারটি গ্রাম রয়েছে। যেখানে বসবাস করেন ২১ হাজারেরও বেশি মানুষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেউচা পাঁচামির জমি অধিগ্রহণের পূর্বে একটি মডেল নির্ধারণ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, এর ফলে সকলের স্বার্থ সুরক্ষিত থাকবে। ১০ হাজার কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন প্রকল্প তৈরি করা হয়েছে এই এলাকার জন্য। এই প্রকল্পে যারা বাড়িসহ জমি দান করবেন তাদেরকে প্রতিবিঘা ১০ লক্ষ টাকা দেয়া হবে। এর সঙ্গে সঙ্গেই স্থানান্তর, রক্ষণাবেক্ষণ, গবাদিপশুর ঘর তৈরি করার জন্য দেয়া হবে আরও ৫ লক্ষ টাকা। সরকার থেকে দেয়া হবে ৬০০ বর্গফুটের বাড়ি।

আবার, জমি দানকারীর পরিবারের একজন সদস্যকে জুনিয়ার পুলিশ কনস্টেবল পদে চাকরি দেয়া হবে। যেজন্য মোট শূন্যপদ রয়েছে ৪৯৪২ টি। ১৬০ জন কৃষি শ্রমিককে ৫০ হাজার টাকা ১০০ দিনের কাজের হিসেবে মোট ৫০০ দিনের কাজ দেয়া হবে। এছাড়াও বেশ কিছু সুবিধা দেয়া হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্যাকেজ ঘোষণার পরও যদি কেউ কোন সাজেশন দিতে চান, তবে সরকার সেই সাজেশন গ্রহণ করবে। আর এই এলাকায় চাকরির ক্ষেত্রে এলাকার মানুষদের প্রাধান্য দেয়া হবে।

অভিজ্ঞ মহলের দাবি, দেউচা পাচামির জন্য যে মডেল ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে সরকারি নির্মাণের কাজে জমি অধিগ্রহণ করলে সেই মডেলটি অনুসরণ করা হবে। সিঙ্গুরের মতো জমি অধিগ্রহণ আর হবে না, এমন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!