এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > তৃণমূল-সিপিএমের দুই হেভিওয়েট প্রাক্তনীকে তুলে নিয়ে রাজ্য-রাজনীতিতে ঝড় তুলে দিলেন দিলীপ ঘোষ

তৃণমূল-সিপিএমের দুই হেভিওয়েট প্রাক্তনীকে তুলে নিয়ে রাজ্য-রাজনীতিতে ঝড় তুলে দিলেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারও তৃণমূল ও সিপিএমের ঘর ভাঙলো বিজেপি। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে তত দল ভাঙানোর হিড়িক বাড়ছে তৃণমূল ও বিজেপির মধ্যে। দুই দলই প্রায় প্রতিদিনই অন্য দল থেকে যোগদান করাচ্ছে। তবে একুশে জুলাইয়ের পর থেকে বিজেপি থেকে তৃণমূলে যোগদানই বেশি দেখা যাচ্ছে। এদিনই রাজ্য বিজেপি দপ্তরে দিলীপ ঘোষের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন রামনগরের সিপিএমের প্রাক্তন বিধায়ক স্বদেশ নায়েক। সঙ্গে ওই বিধানসভা এলাকার একাধিক প্রভাবশালী সিপিএমের নেতা ও নেত্রীও যোগ দেন এদিন বিজেপিতে।

গাজোলের প্রাক্তন বিধায়ক ও হেভিওয়েট তৃণমূল নেতা সুশীলচন্দ্র রায়ও এদিন যোগ দেন বিজেপিতে। সুশীলবাবু ২০১১ সালে কংগ্রেসের টিকিটে গাজোল থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ও পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু ২০১৬-এর নির্বাচনে তিনি কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী দীপালি বিশ্বাসের কাছে হেরে যান। পরে দীপালিদেবী তৃণমূলে যোগ দেন। এদিন সুশীলবাবু জানান, দিলীপ ঘোষ গাজোলে গেলে সেখানে কয়েক হাজার নেতা কর্মী বিজেপিতে যোগ দেবেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যোগ দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি বিভাগের অধ্যাপিকা ও হেড অফ দা ডিপার্টমেন্ট রুবি সাই। তিনি বর্ধমানের সাই পরিবারের সদস্য ও অন্যতম মুখ। নারায়ণগড়ের প্রতিষ্ঠিত সমাজসেবী অনুকূল সাউ। আসানসোলের রানীগঞ্জের একাধিক প্রভাবশালী তৃণমূল নেতা নেত্রী যোগ দেন বিজেপিতে। এদিন তৃণমূল ও সিপিএমের প্রাক্তন বিধায়কদের দলবদল ঘটিয়ে দিলীপ ঘোষ দাবি করেন, এই দুই নেতার যোগদানের ফলে ওই দুই এলাকায় তৃণমূলের পা কেঁপে যাবে।

শুক্রবার বিজেপির হেস্টিংস অফিসে দলের রাজ্য পদাধিকারীদের বৈঠক হয়। ছিলেন কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, মুকুল রায়রা। আগামী কর্মসূচি, নবান্ন অভিযানের পর্যালোচনা হয়েছে। সবমিলিয়ে, বিধানসভার লক্ষ্যে তৃণমূলের ঘুম ওড়াতে জোরকদমে ময়দানে নেমে পড়ল গেরুয়া শিবির। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে আগামী বিধানসভা নির্বাচনে প্রধান লড়াইটা মূলত হতে চলেছে তৃণমূল ও বিজেপির মধ্যেই। এখন শেষ হাসি হাসে কে – সেদিকেই আপাতত তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!