এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রাহুল-প্রিয়াঙ্কা জুটি সঙ্গে মহাজোট! বিধানসভায় রাজ্য-রাজনীতি বদলাতে মহাপরিকল্পনা কংগ্রেসের!

রাহুল-প্রিয়াঙ্কা জুটি সঙ্গে মহাজোট! বিধানসভায় রাজ্য-রাজনীতি বদলাতে মহাপরিকল্পনা কংগ্রেসের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই রয়েছে বিহারের বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে লালুপ্রসাদের দল আরজেডির সঙ্গে জোটবদ্ধ হয়েছে কংগ্রেস। সম্প্রতি রাজনৈতিক দিক থেকে কংগ্রেস বিহারে তেমন একটা শক্তিশালী অবস্থানে সম্প্রতি না থাকলেও ধীরে ধীরে নিজেদের হারানো জমি পুনরুদ্ধার করবার পরিকল্পনা করেছে কংগ্রেস। আর এই পরিকল্পনায় রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে বিহারের নির্বাচনী প্রচারে আনার বিশেষ পরিকল্পনা আছে কংগ্রেসের।

প্রসঙ্গত হাথরাস গণধর্ষণ কাণ্ড নিয়ে বিজেপির উপরে একাধিকবার বিষেদাগার করেছে কংগ্রেসে। এই ঘটনাকে কাজে লাগিয়ে বিজেপিকে বিপাকে ফেলার পরিকল্পনা আছে কংগ্রেসের। প্রসঙ্গত, হাথরাসে নিম্নবর্ণের তরুণীর উপর উচ্চবর্ণের নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনার মূল অভিযুক্ত সন্দীপ ঠাকুর হাথরসের পুলিশকে একটি চিঠি দিয়েছিল। যে চিঠিতে তার দাবি, নির্যাতিতা ওই তরুণী তার বন্ধু ছিল, তাদের মধ্যে একাধিকবার ফোনে কথাও হয়েছে। তবে, নির্যাতিতার পরিবার মেনে নেয়নি তাদের বন্ধুত্ব।

চিঠিতে সে লিখেছে, ” ঘটনার দিন আমি তাঁর (নির্যাতিতা) সঙ্গে মাঠে দেখা করতে গিয়েছিলাম যেখানে ওর মা ও ভাইরাও ছিলেন। পরে আমি গ্রামবাসীর কাছ থেকে জানতে পারি, তাঁর মা ও ভাইয়েরা আমাদের বন্ধুত্বের কারণে ওকে মারধর করেছে, খারাপভাবে জখম করেছে। তাঁর মা এবং ভাইরা আমাকে এবং আরও তিনজনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। আমরা সবাই নির্দোষ।”

আবার, উত্তরপ্রদেশ পুলিশ প্রথম থেকেই জানিয়েছে যে, হাথরাসে গণধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে বিরোধী পক্ষের ধারণা, বিজেপি উচ্চবর্ণের ঠাকুরদের ভোটব্যাঙ্ক বাঁচিয়ে রাখতে এই মামলায় উচ্চবর্ণকে আড়াল করার একটা চেষ্টা করছে। এই বিষয় নিয়ে ব্যাপক প্রচার করেছে কংগ্রেস বিজেপির বিরুদ্ধে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, বিহারে বিজেপি শাসনের উপরও তেমন সন্তুষ্ট নয় দলিতরা। তাছাড়াও হাথরাস কান্ড ছাড়াও দেশের বিভিন্ন স্থানে একাধিকবার দলিত নির্যাতনের অভিযোগ উঠেছে।বিহারে, উত্তরপ্রদেশে একটি বিশেষ ফ্যাক্টর হলো দলিত ভোটব্যাংক। গত কয়েক দশক ধরে দলিতদের নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বিহারে জেডিইউ, আরজেডি ও উত্তরপ্রদেশে এসপি, বিএসপির মতো দলগুলি।

তবে, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ দেশের বেশ কিছু রাজ্যে দলিতরা বিএসপিকে দূরে ঠেলে কংগ্রেসের প্রতি ভরসা রাখতে শুরু করেছে। এই বিষয়টি লক্ষ করেই হাথরাসের ভাবাবেগকে কাজে লাগিয়ে বাজিমাতের পরিকল্পনা কংগ্রেসের। এ কারণেই বিহার রাজ্য কংগ্রেস রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে বিহারে ৩ টি ব়্যালি করার আবেদন জানিয়েছে।

অন্যদিকে কংগ্রেসের কেন্দ্রীয় নির্বাচন কমিটি ইতিমধ্যেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে বিহারের আসন্ন নির্বাচনের রণকৌশন নিয়ে একটি বিশেষ বৈঠকের আয়োজন করেছিল। যে বৈঠকে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী ছাড়াও অম্বিকা সোনি, এ কে অ্যান্টনি, অবিনাশ পান্ডে প্রমুখরা।

আর সেই সঙ্গে উপস্থিত ছিলেন বিহারের কংগ্রেস নেতা শক্তি সিং গোহিল, বিহারের কংগ্রেস সভাপতি মদন মোহন ঝা, কংগ্রেস সাংসদ সদানন্দ সিং প্রমুখরা। এই বৈঠকে বিহারের আসন্ন নির্বাচনের প্রচারে রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে কাজে লাগাবার দাবি জানানো হয়। রাহুল-প্রিয়াঙ্কা জুটিকে বিহারের নির্বাচনী প্রচারের কাজে লাগাতে পারলে আশার আলো দেখতে পাচ্ছে কংগ্রেস।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!