এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > তৃণমূলের আমলে রাজ্যে তোলাবাজি ছাড়া অন্য কোনও শিল্প নেই: দিলীপ ঘোষ

তৃণমূলের আমলে রাজ্যে তোলাবাজি ছাড়া অন্য কোনও শিল্প নেই: দিলীপ ঘোষ

বুধবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলি ঘোষ। তিনি বলেন, তৃণমূলের আমলে রাজ্যে শুধু তোলাবাজি নামক একটা কারখানা চলছে, বাকি সব কারখানা বন্ধ। কোনও শিল্প নেই। নেই কর্মসংস্থান। সবাই চাকরির জন্য গুজরাট, রাজস্থানে চলে যাচ্ছে। কেউ রাজমিস্ত্রি, কাঠের মিস্ত্রি হয়ে কোনওরকমে দিন কাটাচ্ছে। আবার কেউ পাহাড়ে গিয়ে পাথর ভাঙছে। এটা তো জীবন হতে পারে না। এই সাত বছরে তৃণমূল কংগ্রেস কিছুই করতে পারেনি। শুধু সিভিক পুলিশের কাজ দিয়েছে। তাদের আসল কাজ ভয় দেখানো। একটা পুকুরকে দুবার কাটানো হয়েছে। সব দুর্নীতি বার করব আমরা ক্ষমতায় এলে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে হটাতেই হবে। সারা ভারতবর্ষে যেভাবে পরিবর্তন করেছি আমরা, বাংলাতেও পরিবর্তন করব।
এখানেই থেমে না থেকে দিলীপবাবু আরো বলেন, বিজেপির পিছনে লেগে কোনও লাভ নেই। হাজার হাজার লোক প্রতিদিন যোগ দিচ্ছে বিজেপিতে। তাঁরা বুঝে গিয়েছে, ভারতের ভবিতব্য বিজেপিই। সব রাজ্যে বিজেপিই জিতবে। গুজরাট, হিমাচল প্রদেশের পর কর্ণাটক, ওড়িশাতেও আমরা জিতব। তারপর আমাদের মিশন পশ্চিমবঙ্গ। এবার বাংলাতেও বিজেপির সরকার। কেউ ভয় পাবেন না। ভারতীয় জনতা পার্টির কর্মীরা কাউকে ভয় করে না। কারণ তারা অন্যায় করে না। তাঁরা ন্যায়ের পথে চলে। পশ্চিমবঙ্গে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবই। তাই আমাদের সকলকে সংগঠিত হতে হবে। বিজেপির হাত ধরে বাংলায় যদি পরিবর্তন হয়, তবে তা হবে সত্যিকারের পরিবর্তন। সেদিনের অপেক্ষায় দিন গুনছে বাংলা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!