এখন পড়ছেন
হোম > রাজ্য > ক্রমাগত বিস্ফোরণে মুখ পুড়ছে রাজ্যের, বাধ্য হয়ে এই সিদ্ধান্ত মমতা সরকারের!

ক্রমাগত বিস্ফোরণে মুখ পুড়ছে রাজ্যের, বাধ্য হয়ে এই সিদ্ধান্ত মমতা সরকারের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-এগরার পর সম্প্রতি বজবজে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় রীতিমত ব্যাকফুটে রাজ্য সরকার। যে বাংলাকে সাহিত্য সংস্কৃতির পীঠস্থান হিসেবে তুলে ধরা হতো, সেই বাংলার ইমেজ এখন সর্বভারতীয় ক্ষেত্রে অনেকটাই নষ্ট হয়েছে বলে দাবি করছে বিরোধীরা। তাদের একটাই প্রশ্ন, কেন পুলিশ আগে থেকে এই বেআইনি বাজি কারখানা গুলোকে চিহ্নিত করতে পারছে না! যার ফলে মারা যাচ্ছে একের পর এক সাধারন মানুষ। আর এই পরিস্থিতিতে এবার বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে নিজেদের মুখ বাঁচাতে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।

সূত্রের খবর, সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। আর সেখানেই ক্রমাগত রাজ্যে একের পর এক বেআইনি বাজি কারখানার বিস্ফোরণ নিয়ে রীতিমতো উস্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি বলেন যে, অবিলম্বে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। শুধু তাই নয়, এই বাজি কারখানায় বিস্ফোরণ ঠেকাতে যাতে ক্লাস্টার তৈরি করা হয়, তার জন্যও একটি প্রস্তাব পাস করা হয় রাজ্য মন্ত্রিসভায়। যেখানে একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে বলে খবর।

পর্যবেক্ষকদের মতে, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ নিয়ে রীতিমতো মুখে কুলুপ এঁটেছে রাজ্য সরকার। বিরোধীদের চাপের মুখে পড়ে এবার সেই ক্লাস্টার দেওয়ার চিন্তাভাবনা করতে শুরু করেছে নবান্ন। কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন। তাই তার আগে এই ধরনের ঘটনা যদি ক্রমাগত ঘটতে থাকে, তাহলে রাজ্য প্রশাসনের দৃষ্টিভঙ্গি নিয়ে আরও প্রশ্ন তৈরি হবে। তাই শেষ পর্যন্ত মন্ত্রিসভার বৈঠকে এই প্রবণতা আটকাতে বড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!