এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখতেই শুভেন্দুকে “শত্রু” আখ্যা তৃণমূলের, জেনে নিন!

কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখতেই শুভেন্দুকে “শত্রু” আখ্যা তৃণমূলের, জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বাংলার টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিচ্ছে বলে অভিযোগ তৃনমূলের। শুধু তাই নয়, বাংলার বিজেপি নেতারা কেন্দ্রের কাছে দাবি করে ষড়যন্ত্রের মধ্য দিয়ে এই বাংলাকে অর্থনৈতিকভাবে অবরুদ্ধ করার চক্রান্ত করছেন বলেও অভিযোগ পশ্চিমবঙ্গে শাসক দলের। যদিও বা সেই অভিযোগকে বারবার খণ্ডন করেছে দিয়েছে বিরোধীরা। তাদের দাবি, কেন্দ্রীয় সরকারের প্রকল্প যদি নিজেদের মতো করে নাম দিয়ে চালায় রাজ্য সরকার, তাহলে তার প্রতিবাদ এভাবেই করা হবে।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মৎস্য দপ্তরের একটি প্রকল্পের নাম রাজ্যে বদল করা হয়েছে বলে অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই সেই ব্যাপারে টাকা বন্ধ করতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি। আর তার প্রতিবাদ করেই এবার শুভেন্দু অধিকারীকে “শত্রু” বলে আখ্যায়িত করলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।

সূত্রের খবর, এদিন সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারীকে নাম না করে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুনাল ঘোষ। তিনি বলেন, “শুনছি, মৎস্য দপ্তরে নাকি চিঠি লিখেছে, বাংলার টাকা বন্ধ করার জন্য। তাহলে এরা তো বাংলার শত্রু।” একাংশের প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের প্রকল্প যদি রাজ্যে এসে নাম বদল করে দেওয়া হয়, তাহলে তো তা নিয়ে প্রতিবাদ করবেই কেন্দ্রের ক্ষমতায় থাকায় এবং রাজ্যে বিরোধী দল ভারতীয় জনতা পার্টি।

কেননা রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা সেটিং করা বিরোধী দলনেতা নন। তাই তিনি কোনোমতেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধে বর্তমান রাজ্যের শাসকদলকে নিতে দেবেন না। তাই সেই কারণে তিনি কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখে যাতে নাম বদল হলেই টাকা বন্ধ করে দেওয়া হয়, তার জন্য আবেদন করেছেন। আর সেই ব্যাপারেই রীতিমত চটে গিয়ে শুভেন্দু অধিকারীকে শত্রু বলে আখ্যায়িত করলেন কুনাল ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!