এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পুরুলিয়া নিয়ে ক্রমশ জলঘোলা তৃণমূলে,বিকল্প প্রার্থী পেলেও কাটছে না আশংকা!

পুরুলিয়া নিয়ে ক্রমশ জলঘোলা তৃণমূলে,বিকল্প প্রার্থী পেলেও কাটছে না আশংকা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের যখন জন্য যখন মনোনয়ন দেওয়া জমা দেওয়া চলছে, ঠিক সেইসময় তৃণমূল শিবিরের জন্য বয়ে আনে এক দুঃসংবাদ। পুরুলিয়ায় লড়াই শুরুর আগেই পিছিয়ে পড়ে রাজ্যের শাসক দল। পুরুলিয়ার জয়পুর আসনের প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল হয়ে যায় তারিখ ভুল থাকার কারণে। হাইকোর্টে গিয়েও মেলেনি সুরাহা।

কিন্তু তাই বলে শাসকদল এত সহজে লড়াই ছাড়তে নারাজ। তাই পুরুলিয়ার জয়পুর আসনে নিজেদের প্রতীকে কোনো প্রার্থী না থাকায় ওই কেন্দ্রের নির্দল প্রার্থী যে কিনা তৃণমূলেরই বিক্ষুব্ধ নেতা, তাঁকেই এবার সমর্থন করার কথা ঘোষণা করেছেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, পুরুলিয়ার জয়পুর কেন্দ্র থেকে উজ্জ্বলকুমার প্রার্থী হয়েছিলেন। কিন্তু মনোনয়নে তারিখ সংক্রান্ত ত্রুটি থাকার কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন। এরপর জল গড়ায় হাইকোর্টে। সেখানে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ কমিশনের নির্দেশ খারিজ করে দেয়। যথারীতি তৃণমূল শিবির একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু রাত কাটতে না কাটতেই সেই স্বস্তির নিঃশ্বাস বদলে যায় দুশ্চিন্তায়।

 যথারীতি অনুমান অনুযায়ী হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্বাচন কমিশনের নির্দেশ বহাল রাখে। যথারীতি তৃণমূলের প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলস্বরূপ পুরুলিয়া জয়পুর কেন্দ্রে তৃণমূলের কোন প্রার্থী থাকেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভোটের আগে শাসকদল পুরুলিয়ায় পিছিয়ে পড়ে। কিন্তু তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার পুরুলিয়া মানবাজারের জনসভা থেকে ঘোষণা করলেন জয়পুর কেন্দ্রে বিজেপিকে হারাতে নির্দল প্রার্থী দিব্যজ্যোতি সিং দেওকে সমর্থন জানাবে তৃণমূল। উল্লেখ্য, এই দিব্যজ্যোতি সিং দেও আসলে তৃণমূলের নেতা। জয়পুর ব্লক যুব তৃণমূল সভাপতি ছিলেন তিনি। দলের প্রার্থী পছন্দ না হওয়ায় নির্দল হিসাবে তিনি জয়পুর কেন্দ্র থেকে মনোনয়ন জমা করেছিলেন। 

দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি ইস্তফাপত্র পাঠিয়েছিলেন বলে জানা যায়। কিন্তু দল তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেনি বলে শোনা যাচ্ছে। পাশাপাশি বুধবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করে দিলেন এবার তাঁকেই সমর্থন করবে তৃণমূল। খুব স্বাভাবিকভাবেই এই ঘোষণায় অত্যন্ত উদ্দীপিত হয়েছেন তিনি। জানিয়েছেন প্রার্থী পছন্দ না হওয়ার জন্য তাঁর অভিমান হয়েছিল ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর তাঁর কোনো রাগ নেই। তাঁদের এই সিদ্ধান্তকে তিনি নির্দেশ হিসেবে নেবেন এবং লড়াইতে ঝাঁপিয়ে পড়বেন।

 বিশেষজ্ঞদের মতে, নির্দল প্রার্থীকে সমর্থন জানালেও আসলে কিন্তু পুরুলিয়া জয়পুর আসনে তৃণমূলের মুখ পুড়েছে। বিজেপির এই আসনে এগিয়ে যাবার যখন প্রবল সম্ভাবনা, ঠিক সেইসময় নির্দল প্রার্থীকে সমর্থন জানিয়ে কিছুটা মুখ রক্ষা করলেন অভিষেক। তবে সেক্ষেত্রে যদি এই নির্দল প্রার্থী জিতে যান পুরুলিয়ার জয়পুর আসনে, তাহলে তিনি তারপর কোন দিকে যাবেন, তাই নিয়ে শুরু হবে নতুন সমীকরণ মেলানোর খেলা।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!