এখন পড়ছেন
হোম > রাজনীতি > ভাঙ্গরের পর ক্যানিংয়ে গিয়ে কড়া বার্তা রাজ্যপালের, চাপে প্রশাসন!

ভাঙ্গরের পর ক্যানিংয়ে গিয়ে কড়া বার্তা রাজ্যপালের, চাপে প্রশাসন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত লাগাতার হিংসা দেখেছে গোটা রাজ্য। বিভিন্ন জায়গায় বিরোধীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। বেশ কিছু ক্ষেত্রে প্রাণহানি হয়েছে একাধিক বিরোধী নেতা কর্মীর। আর এই পরিস্থিতিতে লাগাতার অশান্তি যে ভাঙরে হয়েছিল, সেই ভাঙ্গর পরিদর্শন করেছিলেন রাজ্যপাল। আর এবার ক্যানিং পরিদর্শন করে কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান সিভি আনন্দ বোস। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন, কোনো মতেই হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না।

প্রসঙ্গত, এদিন ক্যানিংয়ে পৌঁছে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। যেখানে লাগাতার হিংসার ঘটনা নিয়ে সমস্ত খোঁজ খবর করেন তিনি। আর তারপরেই সাংবাদিক বৈঠকে রীতিমত কড়া বার্তা দিতে দেখা যায় বাংলার রাজ্যপালকে। তিনি বলেন, “কোনো মতেই হিংসার ঘটনা বরদাস্ত করা হবে না। যে কোনো মূল্যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চাই।” অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে যখন ক্রমাগত শাসক দলের বিরুদ্ধে হামলা করার অভিযোগ করছে, তখন নিজের বক্তব্যের মধ্যে দিয়ে প্রশাসন এবং কমিশনের উপর চাপ বাড়ালেন রাজ্যপাল বুঝিয়ে দিলেন, এই হিংসার ঘটনা তিনি ভালো চোখে নিচ্ছেন না। আর রাজ্যপালের এই বার্তায় শাসক দল এবং নির্বাচন কমিশন অত্যন্ত চাপের মুখে পড়ে গেল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!