এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপির উপর ক্ষোভ উগরে নির্দল প্রার্থী হচ্ছে দলের একাংশ

বিজেপির উপর ক্ষোভ উগরে নির্দল প্রার্থী হচ্ছে দলের একাংশ

বিজেপির উপর ক্ষোভ উগরে নির্দল প্রার্থী হচ্ছে দলের একাংশ। জানা গেছে দল টিকিট দেয়নি সেই অভিযোগে হিলি BDO অফিসে নির্দল প্রার্থী হয়ে মনোনয়ন জমা দিলেন দক্ষিণ দিনাজপুরের হিলি মণ্ডলের হিলি মণ্ডলের প্রাক্তন সভাপতি জয়ন্ত প্রামাণিক সহ ১২ জন বিজেপি কর্মী-সমর্থক।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বিজেপি-র জেলা সভাপতি শুভেন্দু সরকার অবশ্য বিষয়টিকে অস্বীকার করে জানিয়েছেন যে,জয়ন্ত প্রামাণিক বলে বিজেপি-র কোনও কর্মী বা সমর্থক নেই। বছর তিনেক আগেই দলবিরোধী কাজের জন্য কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে।তাদের মধ্যে ওরাও আছে। তাই তাঁরা কোথায় কীভাবে নির্বাচনে দাঁড়াবেন সেটা তাঁদের বিষয়। এনিয়ে দলের কোনও মাথাব্যথা নেই।কিন্তু এদিকে এদিকে জয়ন্ত প্রামাণিকের অভিযোগ, আসল ও পুরানোদের টিকিট দেওয়া হচ্ছে না। যাদের লোক চেনেই না তাদের টিকিট দেওয়া হচ্ছে।পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, “নির্বাচনে নতুনদের টিকিট দেওয়া হলে মানা হবে না। প্রয়োজনে নির্দল হয়ে তাঁরা নির্বাচনে লড়বেন। সেটাই হবে প্রকৃত বিজেপি ও মানুষের লড়াই।” পালটা শুভেন্দুবাবু বলেন, “বিজেপি কাকে কোথায় প্রার্থী করবে সেটা বলার অধিকার তাঁর(জয়ন্ত প্রামাণিক) নেই। এজন্য প্রতিটি মণ্ডলে কমিটি রয়েছে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!