এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতেই পঞ্চায়েতে প্রার্থী নিয়ে কড়া সিদ্ধান্ত শাসকদলের

শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতেই পঞ্চায়েতে প্রার্থী নিয়ে কড়া সিদ্ধান্ত শাসকদলের

দলের কোনো কর্মী অসামাজিক বা দলবিরোধী কাজ করলে সেই কাজের দায়িত্ব সরকার নেবে না – গতকাল তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি অমল আচার্য তাঁর বক্তৃতায় এমনই এক হুঁশিয়ারি দেন। সেখানে তিনি বলেন, তৃণমূল প্রতি মুহূর্তে মানুষের সঙ্গে রয়েছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। এখন সকলেই এই সকল প্রকল্পের সুফল ভোগ করছেন। উন্নয়নের কাজ গুলো মানুষের সামনে তুলে ধরতে হবে। তাহলেই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দল ভালো ফল করবে। চোপড়া বিধানসভা এলাকায় তৃণমূলের পক্ষ থেকে দলীয় কর্মীদের সাথে বুথভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এই সভায় পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকার কথা ছিল কিন্তু বিশেষ কারণে তিনি আসতে পারেননি বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে।
স্থানীয় সূত্রে আরো জানা যাচ্ছে, অমল বাবু ওই সভা থেকে সরাসরি কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমন করে বলেন, বিজেপি সরকার সুদখোর। বাম জমানার ঋণের টাকার সুদ বর্তমান রাজ্য সরকারের কাছ থেকে উসুল করছে। বিজেপি সরকারের কাছ থেকে এই রাজ্য কোন সাহায্যই পায়নি, যেখানে অসম ও বিহারের মতন রাজ্যগুলোও ৫০০০ কোটি টাকার সাহায্য পেয়েছে। ওই একই সভা থেকে এরপর ইসলামপুরের কংগ্রেস-ত্যাগী বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের বিজেপিতে যোগদান নিয়ে গুঞ্জন প্রসঙ্গে বলেন, আমি আর হামিদুল ভাই ভাই, বিজেপির জায়গা নাই। এদিনের কর্মী সম্মেলনে স্থানীয় বিধায়ক হামিদুল রহমান ডালখোলা পুরসভার চেয়ারম্যান সুভাষ গোস্বামী, করণদিঘির বিধায়ক মনোদেব সিনহা, জেলা পরিষদের সভাধিপতি আলেমা নুরি সকলে উপস্থিত ছিলেন এবং সকলেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পর্কে আর দলের সংগঠনকে আরও মজবুত করার ব্যাপারে কথা বলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!