এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > কোন সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি? কি ভয়ঙ্কর ইঙ্গিত দিল ফিচ রেটিংস? জেনে নিন

কোন সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে ভারতীয় অর্থনীতি? কি ভয়ঙ্কর ইঙ্গিত দিল ফিচ রেটিংস? জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টকরোনা মহামারী আটকাতে 68 দিন দেশবাসীকে মুখোমুখি হতে হয়েছে কড়া লকডাউনের। কিন্তু দুঃখের বিষয়, সংক্রমণ সেভাবে আটকাতে না পারলেও দেশের অর্থনীতি কিন্তু রীতিমতো মুখ থুবড়ে পড়েছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা। কিছুদিন আগেই দেশের অর্থনৈতিক পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, ব্যাপকমাত্রায় জিডিপির পতন। মনে করা হচ্ছে, গত তিন মাসে নজিরবিহীনভাবে দেশের অর্থনীতির পতন হয়েছে।  এই নিয়ে সাম্প্রতিককালে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন।

চলতি আর্থিক বছরে দেখা গেছে, জিডিপির পতন হয়েছে প্রায় 23.9%। অন্যদিকে মঙ্গলবার ফিচ রেটিংস জানিয়েছে, 2020-21 বর্ষে ভারতের অর্থনীতি সংকুচিত হবে অন্তত 10.5%। অর্থাৎ দেশের অর্থনীতি যে আরও প্রবল সমস্যার মুখোমুখি হতে চলেছে, সে দিকেই ইঙ্গিত দিয়েছে ফিচ রেটিংস। তবে ফিচ রেটিংস এর পক্ষ থেকে জানানো হয়েছে, সামনের দিনে বিশ্বব্যাপী জিডিপির হার সামান্য হলেও বাড়বে। বর্তমানে ফিচ রেটিংস এর সিদ্ধান্ত অনুযায়ী 4.4% হারে জিডিপি সংকুচিত হবে আগামী দিনে।

অর্থনীতিবিদ ব্রায়ান কুলটন জানিয়েছেন, চীন ইতিমধ্যেই আগের অবস্থায় ফিরে গিয়েছে। আমেরিকা, ফ্রান্স এবং ব্রিটেনেও জিডিপি এবং খুচরো বিক্রির কিছুটা উন্নতি হয়েছে। তবে ইউরোপের দেশগুলোতে বেকারত্বের মুখোমুখি হয়েছে বহু মানুষ। অন্যদিকে বেসরকারি সংস্থাগুলিও তাঁদের খরচ কমিয়েছে বর্তমানে অনেকটাই। ফিচ জানিয়েছে, আগামীদিনে মার্কিন অর্থনীতি সংকুচিত হতে চলেছে প্রায় 4.6%। এর আগে তাঁরা পূর্বাভাস দিয়েছিল 5.6% সংকোচন। জুন মাসে চীনের জিডিপি 1.2% হারে বৃদ্ধির কথাও বলা হয়েছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানে বর্তমানে বলা হচ্ছে 2.7% হারে জিডিপি বৃদ্ধি হবে চিনে। অন্যদিকে ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে, অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে জিডিপি ঘুরে দাঁড়াবে। কিন্তু ভারতীয় অর্থনীতির আবার পুরনো অবস্থায় ফিরে আসতে সময় লাগবে যথেষ্ট। আগেই মনে করা হয়েছিল, প্রথম ত্রৈমাসিকে জিডিপির হার কমতে পারে। এ প্রসঙ্গে ফিচ গ্রুপের মুখ্য অর্থনীতিবীদ সুনীল কুমার সিনহা জানিয়েছেন, গতিশীলতার ব্যয় বা চাহিদা বৃদ্ধির সমস্ত তথ্য পরিসংখ্যান এর দ্বারা বোঝা যাচ্ছে, ভারতীয় অর্থনীতির বৃদ্ধির হার আবারও ফিরে আসবে। কিন্তু তা সময়সাপেক্ষ।

মনে করা হচ্ছে, সরকারি সাহায্য যথেষ্ট না মেলায় কর্পোরেট সেক্টর এবং ব্যক্তিগত আয় অনেকাংশেই ধাক্কা খেয়েছে এই কদিনে। অন্যদিকে ব্যাংকের মূলধন এর ধাক্কা, মুদ্রাস্ফীতির আশঙ্কা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনীতিও ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে। এই মুহূর্তে স্পষ্ট, করোনা ভাইরাসের জেরেই আপাতত বিশ্বের আর্থিক ভান্ডার বিপর্যস্ত হতে বসেছে। অর্থনীতিবিদদের অনেকেই মনে করছেন, যেভাবে জিডিপি সংকোচন হয়েছে তা যদি জারি থাকে তাহলে কিন্তু সরকারিভাবে অর্থনৈতিক মন্দার মধ্যে পড়তে চলেছে দেশ। সব মিলিয়ে দেশের সামনে এই মুহূর্তে একটি কঠিন অবস্থা এসেছে বলে মনে করছেন সবাই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!