এখন পড়ছেন
হোম > জাতীয় > মানতে পারছেন না শিষ্যের সিদ্ধান্ত! ডান-বাম মিলিয়ে এবার বৃহত্তর লড়াইয়ে মোদীর “গুরুই”!

মানতে পারছেন না শিষ্যের সিদ্ধান্ত! ডান-বাম মিলিয়ে এবার বৃহত্তর লড়াইয়ে মোদীর “গুরুই”!


কথায় আছে, “গুরু হতে শিষ্য যদি হয় বলবান, তথাপি না হয় শিষ্য গুরুরই সমান।” আর এবার শিষ্যের সঙ্গেই কি লড়াই বেঁধে গেল ছাত্রের! অনেকেই ভাবছেন, কার সঙ্গে কার লড়াই বাধল? জানা গেছে, একসময় সঙ্ঘ পরিবারের কুস্তিগুরু বসন্তকুমার রাইয়ের শিষ্য ছিলেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিন গুরুর নির্দেশে কাজ করেছেন তিনি। তাদের মধ্যে ব্যাক্তিগত সম্পর্কও খুব একটা খারাপ ছিল না।

কিন্তু এক সময়কার নিজের শিষ্য তথা বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নানা কাজের সঙ্গে একমত হতে পারছেন না ডঃ বসন্তকুমার রাই। এমতাবস্থায় এবার বাম এবং ডানপন্থী সমস্ত শ্রমিক সংগঠনকে নিয়ে নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। আর নিজের শিষ্যের বিরুদ্ধে বসন্ত কুমার রাইয়ের এই উদ্যোগ এখন রীতিমত নরেন্দ্র মোদিকে অস্বস্তিতে ফেলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, আজ এবং আগামীকাল দেশের সমস্ত কয়লা খনি এবং সংশ্লিষ্ট দপ্তরের সামনে সিটু, এআইটিইউসি, আইএনটিইউসি সহ বাকি 10 টি ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নেওয়া হয়েছে।তবে অন্যান্য শ্রমিক সংগঠনগুলো নরেন্দ্র মোদির কুশপুতুল পোড়ানোর সিদ্ধান্ত নিলেও, নরেন্দ্র মোদির একসময়কার গুরু বসন্তকুমার রাই এই সিদ্ধান্তের সঙ্গে সহমত হননি। তবে কেন্দ্রের কয়লানীতি সংক্রান্ত কাগজপত্রে আগুন ধরানোর ব্যাপারে সায় রয়েছে তার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

কিন্তু এক সময় যার হাত ধরে কুস্তি শিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এখন তার সেই গুরু যেভাবে মোদির বিরুদ্ধে পথে নামতে উদ্যোগী হয়েছেন, তাতে নরেন্দ্র মোদির অস্বস্তি তো অনেকটাই বেড়ে যাবে! এদিন এই প্রসঙ্গে আরএসএসের শ্রমিকনেতা বসন্ত কুমার রাই বলেন, “সংঘের কাজ করা বা প্রশিক্ষণ দেওয়া পৃথক ব্যাপার। সেসব ভেবে নীতির সঙ্গে আপোস করতে শেখায় না আরএসএস। মোদী যদি এভাবে বেসরকারিকরণের ঘটাতে চান, তাহলে তাকে রক্ষার দায়িত্ব কাউকে তো নিতে হবে। সেই চেষ্টা না হয় আমিই শুরু করলাম।”

কিন্তু একসময়কার গুরু যেভাবে বর্তমান শিন্যের বিরুদ্ধে লড়াই শুরু করলেন, তাতে প্রাচীন যুগে গুরু-শিষ্যের লড়াইয়ে গুরু জয় লাভ করলেও, এবার ক্ষমতাসীন শিষ্যের বিরুদ্ধে যেভাবে গুরু পথে নামলেন, তাতে কার জয় হয়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!