এখন পড়ছেন
হোম > অন্যান্য > মরুশহরে ক্রিকেট ঝড়! অবশেষে ঘোষিত IPL-এর সূচী! একনজরে জেনে নিন কবে কোথায় খেলতে চলেছে KKR!

মরুশহরে ক্রিকেট ঝড়! অবশেষে ঘোষিত IPL-এর সূচী! একনজরে জেনে নিন কবে কোথায় খেলতে চলেছে KKR!


 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে এ বছরের আইপিএল অনুষ্ঠিত হওয়ার কথা আমির্শাহীতে। ইতিমধ্যেই প্রিপ্ল্যান অনুযায়ী সেখানে পৌঁছে গেছে আইপিএলে অংশগ্রহণকারী সমস্ত দলগুলি। কিন্তু সেখানে পৌঁছেই শান্তি নেই, একটার পর একটা সমস্যা লেগেই আছে। কখনো করোনা চেকিংয়ের সমস্যা কখনও বা ক্রিকেটারদের করোনাতে আক্রান্ত হবার খবর। সব মিলিয়ে বিসিসিআইকে দুই হাতে সামলাতে হয়েছে একাধিক ঝামেলা। তাই অন্যান্যবার আইপিএল খেলার অনেক আগেই খেলার সূচী ঘোষণা করা হয়ে গেলেও এবারে তাই সূচি ঘোষণাতে অনেকখানি বিলম্ব হয়েছে। জানা গেছিল বিসিসিআই এমন ভাবে একটি সূচি তৈরি করতে চাইছে যাতে ভবিষ্যতে কোন সমস্যা হলেও খেলা যেন পিছিয়ে দিতে বা বন্ধ করতে না হয়। তাই অবস্থা একটুখানি সামলে গেলে তবেই সূচি প্রকাশ করা হবে। গত শুক্রবার এই সূচি প্রকাশ করার কথা থাকলেও, শেষমেষ গতকাল তা প্রকাশিত হয়েছে।

সেখানে দেখা গেছে অনুমান মাফিক মুম্বাই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে চেন্নাই সুপার কিংস দিয়েই খেলার শুরু এবারের আইপিএল। তবে সেক্ষেত্রে দুদলের মধ্যেই এমন পরিস্থিতিতে কিছু সমস্যা দেখা গেছে। যেখানে আমির্শাহীতে পৌঁছানোর পর থেকেই চেন্নাইয়ের দুজন খেলোয়াড় সহ ১৪ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়। সেইসঙ্গে আকস্মিকভাবে সুরেশ রায়নার আইপিএল থেকে সরে দাঁড়ানো, চেন্নাইয়ের হয়ে হরভজন সিংয়ের দলে যোগদান না করা। এমন অনেক সমস্যা পেরোতে হয়েছে চেন্নাইকে। তবে অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স-এর অন্যতম ভরসা লাসিথ মালিঙ্গাকে এবারে হারিয়েছে তারা। সুতরাং দুদিক থেকেই টালমাটাল পরিস্থিতিতে রয়েছে দুই দল। তবে পাশাপাশি রাজ্যের টিম কলকাতা নাইট রাইডার্স কবে কাদের সঙ্গে খেলতে নামছেন সেটা দেখে নেওয়া যাক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেপ্টেম্বর মাস:– এই মাসে তিনদিন খেলতে দেখা যাবে কেকেআরকে।
১) ২৩ তারিখ – কেকেআর বনাম মুম্বই – আবুধাবি। সময়-সন্ধে ৭.৩০।
২) ২৬ তারিখ – কেকেআর বনাম হায়দরাবাদ – আবুধাবি। সময়-সন্ধে ৭.৩০।
৩) ৩০ তারিখ – কেকেআর বনাম রাজস্থান – দুবাই। সময়- সন্ধে ৭.৩০

অক্টোবর মাস- এই মাসে ১০টি খেলা পাবে কেকেআর।
১) ৩রা অক্টোবর – দিল্লি বনাম কেকেআর – শারজা। সময়- সন্ধে ৭.৩০।
২) ৭ই অক্টোবর – কেকেআর বনাম চেন্নাই – আবু ধাবি। সময়- সন্ধে ৭.৩০
৩) ১০ই অক্টোবর – কিংস ইলেভেন পাঞ্জাব বনাম কেকেআর – আবু ধাবি। সময়- বেলা ৩.৩০।
৪) ১২ই অক্টোবর – আরসিবি বনাম কেকেআর – শারজা। সময়- সন্ধে ৭.৩০।
৫) ১৬ই অক্টোবর – মুম্বই বনাম কেকেআর – আবু ধাবি। সময়- সন্ধে ৭.৩০।

৬) ১৮ই অক্টোবর – কেকেআর বনাম হায়দরাবাদ – আবু ধাবি। সময়- বেলা ৩.৩০।
৭) ২১শে অক্টোবর – কেকেআর বনাম আরসিবি – আবু ধাবি। সময়- সন্ধে ৭.৩০।
৮) ২৪শে অক্টোবর – কেকেআর বনাম দিল্লি – আবু ধাবি। সময়- বেলা ৩.৩০।
৯) ২৬শে অক্টোবর – কেকেআর বনাম কিংস ইলেভেন পাঞ্জাব – শারজা। সময়- সন্ধে ৭.৩০।
১০) ২৯শে অক্টোবর – চেন্নাই বনাম কেকেআর – দুবাই। সময়- সন্ধে ৭.৩০।

নভেম্বর মাস:- এই মাসে একটিই খেলা পাওয়া যাবে। সেটি হবে ১লা নভেম্বর – রাজস্থান বনাম কেকেআর – দুবাই। সময়- সন্ধে ৭.৩০। সুতরাং আইপিএলের মাঠে নামার জন্য খেলোয়াড়দের সঙ্গে সঙ্গে এবার আপনিও প্রস্তুতি নিয়ে আগে থেকেই প্ল্যান করে নিন। কারণ পছন্দের দলের জন্য আপনাকেই তো গলা ফাটাতে হবে নাকি!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!