এখন পড়ছেন
হোম > রাজ্য > প্রাইমারি শিক্ষকদের “বদলি” নিয়ে সিদ্ধান্ত জানালেন পার্থ চ্যাটার্জী

প্রাইমারি শিক্ষকদের “বদলি” নিয়ে সিদ্ধান্ত জানালেন পার্থ চ্যাটার্জী

হুগলির চণ্ডীতলার এক জেলা প্রাথমিক শিক্ষকদের সম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় এদিন প্রাথমিক শিক্ষকদের বদলি প্রসঙ্গে বলেন, “সরকার যা নিয়ম করবে তা মেনে চলতে হবে।”তিনি স্পষ্ট জানান যে,“আগে মানিকবাবু যা নিয়ম করতেন আপনারা হাত তুলে বলতেন, হ্যাঁ ঠিক আছে। ওসব আর চলবে না। সরকার যা নিয়ম করবে সেই নিয়ম মেনে চলতে হবে। ঘুমিয়ে থেকে প্রাইমারি এডুকেশন বোর্ড যা খুশি বলল, ওটা করা যাবে না। আমরা নিয়ন্ত্রণ করতে চাই না। তবে এটাও বুঝিয়ে দিতে চাই, যা ইচ্ছা করার অধিকার কোনও বোর্ডের নেই।”পাশাপাশি তিনি জানান যে,”বর্তমানে ছাত্রদের তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। যেখানে দরকার, সেখানে আমরা শিক্ষক নিতে চাই। “

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!