এখন পড়ছেন
হোম > রাজ্য > দুঃসংবাদ, প্রাথমিক শিক্ষকদের জন্য বিশেষ কড়া হলেন শিক্ষামন্ত্রী

দুঃসংবাদ, প্রাথমিক শিক্ষকদের জন্য বিশেষ কড়া হলেন শিক্ষামন্ত্রী

সামনেই পঞ্চায়েত নির্বাচন আর তার জন্য ভোট ডিউটিতে যেতে হবে প্রাথমিক শিক্ষকদেরও।আর এই নিয়েই “ভোট ডিউটিতে যেতে পারব না” বলে কোনও অজুহাত শোনা হবে না বলে স্পষ্ট জানালেন পার্থ চট্ট্যোপাধ্যায়। হুগলির চণ্ডীতলায় জেলা প্রাথমিক শিক্ষকদের তৃতীয় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী। আর এখানে উপস্থিত হয়েই তিনি একথা বলেন সাথে তিনি আরো জানান যে , “ভোটের সময় নির্বাচন কমিশন যে দায়িত্ব দেবে তা প্রত্যেকে পালন করবেন। পারিবারিক অসুস্থতার কারণ দেখিয়ে বাড়িতে বসে থাকবেন, এটা করা যাবে না। বাবার হার্ট অ্যাটাকের অজুহাত দিয়ে ভোট ডিউটিতে যেতে পারব না বলে কোনও অজুহাত শোনা হবে না। নির্বাচনের সৈনিক তৈরি করতে হবে। যেভাবে সৈন্যরা যুদ্ধে যায় সেভাবে আপনাদেরও নির্বাচনী যুদ্ধে যেতে হবে।”পাশাপাশি সিপিআইএমের সময় যে ভাবে চলতো সব কিছু তা আর চলবে না বলেও জন্য ইডেন। তিনি বলেন,”বর্তমানে ছাত্রদের তুলনায় শিক্ষকের সংখ্যা বেশি হয়ে যাচ্ছে। যেখানে দরকার, সেখানে আমরা শিক্ষক নিতে চাই।অনুপাত অনুযায়ী শিক্ষক নিয়োগ করতে চাই।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!