এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > বাংলায় বিজেপি কি ঘুমিয়েই থাকবে? নেতাদের ব্যবহারে প্রশ্ন তুললেন কৈলাশ বিজয়বর্গীয়

বাংলায় বিজেপি কি ঘুমিয়েই থাকবে? নেতাদের ব্যবহারে প্রশ্ন তুললেন কৈলাশ বিজয়বর্গীয়


রাজ্যের ‘অঘোষিত’ প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়া গেছে, এবার লক্ষ্য বাংলার মসনদ। আর আসন্ন পঞ্চায়েত নির্বাচন থেকেই সেই কঠিন লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপির শীর্ষনেতৃত্ত্ব। কিন্তু তাতে নাকি বিশেষ ‘গা’ নেই দলের নেতাদের। এমনই অভিযোগ উঠে এল বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয়র গলাতে। গতকাল জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে পঞ্চায়েত নিয়ে সম্মেলন চলছিল বিজেপির। সেখানে পঞ্চায়েতের পরিকল্পনা নিয়ে একের পর এক বক্তব্য রেখে চলেছেন রাজ্যের শীর্ষনেতারা, আর তারমাঝেই কৈলাশ বিজয়বর্গীয় হঠাৎ খেয়াল করেন, জেলার নেতা ও আমন্ত্রিত সদস্যদের অনেকেই ঘুমে ঢলছেন, কেউ বা ব্যস্ত নিজের মোবাইল নিয়ে। আর তাতেই অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি।

স্পষ্ট জানিয়ে দেন, অনেককেই দেখছি ঘুমিয়ে পড়েছেন, এখানে বিজেপিও কি এভাবে ঘুমিয়েই থাকবে? এভাবে চলবে না, বুথ কমিটি তিন মাসের মধ্যে করে ফেলতে হবে। যে সব জেলায় সে কাজ সম্পূর্ণ হবে না, সেইসব জেলার সভাপতিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে। মধ্যপ্রদেশ থেকে প্রতিনিধি দল আসবে, তারা জেলায় জেলায় কতটা, কী কাজ হচ্ছে না হচ্ছে, তা যাচাই করবেন। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কথাতেই পরিষ্কার দলের নীচুতলার নেতাদের ব্যবহারে তিনি স্পষ্টতই ক্ষুব্ধ এবং এইভাবে চললে বাংলার মসনদ দূর অস্ত। এখন দেখার তাঁর মত ‘হেভিওয়েটের’ নির্দেশের পরে রাজ্যনেতাদের ‘ঘুম ভাঙে’ কিনা?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!