প্রধানমন্ত্রীর ছবিকে অশ্লীলভাবে ব্যবহার করার প্রতিবাদে থানা ঘেরাও বিজেপির জাতীয় রাজ্য January 8, 2018 সোশ্যাল-রাজনীতিতে প্রধানমন্ত্রীর অপ্রীতিকর ছবির প্রতিবাদে চাঞ্চল্য ছড়াল বিজেপি। সোশ্যাল মিডিয়ায় প্রায় দিন বিভিন্ন নেতা-নেত্রীদের ছবি বিকৃত করে”ট্রল”-এর ট্রেন্ড -তো রয়েছেই। তবে এবার সেই লিস্টে স্বয়ং প্রধানমন্ত্রী। আর সেই কুরুচিকর ফেসবুক-পোস্ট কে ঘিরে অশোকনগরে প্রতিবাদে নামল গেরুয়া শিবির। এদিন এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অশোকনগর থানা ঘেরাও করেন বিজেপি কর্মী সমর্থকরা। দলীয় সূত্রে খবর,সম্প্রতি প্রধানমন্ত্রীর ছবিকে অশ্লীলভাবে ব্যবহার ও কুরুচিকর মন্ত্যব্য করে “ডিজিটাল তারাকাটা” নামে একটি ফেসবুক পেজ। বিজেপির তরফে তা কলকাতা পুলিশের পেজে ট্যাগ করা হয়েছে। দলীয় কর্মীরা প্রশ্ন তুলেছেন, যখন ধূলাগড় বা কালিয়াচকের ঘটনা সামনে আসে ,সত্যকে চাপা দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে বিজেপির কর্মীদের গ্রেপ্তার করে। তাহলে এক্ষেত্রে হীনমন্যতা কেন? দেশের সুপ্রিম কমান্ডারের ছবি নিয়ে অশ্লীল পোস্ট বা মন্ত্যব্যর বিরোধিতায় এদিন অশোকনগর থানা গ্রেপ্তার করে বিজেপি। এর সঙ্গে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির আর্জি জানিয়ে মামলা করা হয় অশোকনগর থানায় । আপনার মতামত জানান -