এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শহীদ দিবসে নেতাই-নন্দীগ্রামের স্মৃতি উস্কে দিলেন শুভেন্দু অধিকারী

শহীদ দিবসে নেতাই-নন্দীগ্রামের স্মৃতি উস্কে দিলেন শুভেন্দু অধিকারী

প্রতি বছরের মতোই এবছরেও ভোরে নন্দীগ্রামে শহিদ দিবস পালন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা ‘নন্দীগ্রামের নায়ক’ শুভেন্দু অধিকারী। পরে লালগড়ের নেতাই গ্রামে শহিদ স্মরণ সভায় যোগ দেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন রাজ্যের আরো দুই মন্ত্রী সৌমেন মহাপাত্র ও চূড়ামণি মাহাতো। সাত বছর পেরিয়ে গেলেও নেতাই-নন্দীগ্রাম আজও তার স্মৃতিতে অমলিন, সেকথা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন শুভেন্দুবাবু। নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও দুঃস্থদের কম্বল দেওয়ার পাশাপাশি তিনি বলেন –

১. আজীবন শহিদ পরিবারের পাশে থাকব
২. বিজেপির নাম করে হার্মাদ সিপিএম কোথাও ভাষা, কোথাও সম্প্রদায় বা কোথাও জাতপাতের নামে মানুষকে বিভাজন করার চেষ্টা করছে, আপনারা সতর্ক থাকুন
৩. অতীত ভুলে গেলে, আমাদের ভবিষ্যত ভালো হতে পারে না
৪. অতীতকে সম্মান জানান ও মনে রাখুন, অতীত মনে রাখলে ভবিষ্যত ভালো থাকবে
৫. আমি যতক্ষণ বেঁচে আছি, সেই দিনের ঘটনায় শহিদ ও জখমদের পরিবারের কাউকে চোখের জল পড়তে দেব না
৬. মোটা ভাত, মোটা কাপড় তাঁরা পাবেন
৭. ঐক্য রাখতে হবে, এক থাকতে হবে
৮. যারা এক সময় লাল জামা পরেছিল, তারাই এখন গেরুয়া জামা পরছে
৯. বিভাজনের রাজনীতি করতে চাইছে, কিন্তু, উন্নয়ন করেনি
১০. যদি বিজেপির একজনও মণ্ডল সভাপতি বলে দিতে পারেন, এই সাড়ে তিন বছরে এলাকার জন্য কিছু করেছেন, তাহলে আমি তাঁকে ১৫ লক্ষ টাকা দেব
১১. অনুজ পান্ডে, ডালিম পান্ডেরা জেলে রয়েছে, লক্ষ্য রাখতে হবে, যাতে বেরতে না পারে
১২. এরা বহু মানুষকে বাড়িছাড়া করেছে, সেই দিন যাতে আর ফিরে না আসে সেব্যাপারে সতর্ক থাকতে হবে
১৩. যা কাজ বাকি রয়েছে তা আমাদের জেলা পরিষদের সদস্য, বিধায়করা শেষ করবেন, বিভ্রান্ত হবেন না
১৪. ২০০৭ সালের জানুয়ারি মাসে লক্ষ্মণ শেঠের নির্দেশে ও বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসনের সহযোগিতায় এক সিপিএম নেতার পানের বরজে অস্ত্র জমা করা হয়েছিল, ৭ জানুয়ারি সিপিএমের হার্মাদদের গুলিতে বিশ্বজিৎ মাইতি, ভরত মণ্ডল, শেখ সেলিমকে নৃশংসভাবে খুন করা হয়েছিল
১৫. এছাড়া দুজন গুলিবিদ্ধ হয়েছিল, আমরা এসব ভুলে যেতে পারি না, আজকে আমি এই দিন পালন করছি, পরবর্তীকালে অন্য কেউ তা পালন করবে, দশকের পর দশক ধরে যাতে এই দিন উদযাপন হয় তার ব্যবস্থা করা হয়েছে

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!