এখন পড়ছেন
হোম > রাজ্য > মঙ্গলবার কৃষক বন্ধ নিয়ে দ্বন্দ্বে সরকারি কর্মীরা, কাজে যোগ না দিলে বেতন কাটা যাবে! না ,যাবে না!

মঙ্গলবার কৃষক বন্ধ নিয়ে দ্বন্দ্বে সরকারি কর্মীরা, কাজে যোগ না দিলে বেতন কাটা যাবে! না ,যাবে না!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2011 সালে রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই যতগুলো বন্ধ হয়েছে প্রায় সব বনধের বিরোধিতা করতে দেখা গেছে রাজ্য সরকারকে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সেই সমস্ত বনধগুলোকে কর্মনাশা বলে দাবি করা হয়েছে। এমনকি বন্ধের দিন যাতে সমস্ত সরকারি কার্যালয় সচল থাকে, তার জন্য জারি করা হয়েছিল ফরমান। কর্মনাশা বনধের দিন যাতে কেউ অফিস বন্ধ না করেন, তার জন্য আগের দিন নির্দেশিকা জারি করে অফিসে আসা বাধ্যতামূলক করে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারের পক্ষ থেকে আনা কৃষক আইনের বিরুদ্ধে আজ দেশজুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে। সেদিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এই বনধকে সমর্থন করেছেন। আর এখানেই অসুবিধায় পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। জানা গেছে, প্রতিবার বনধকে আটকাতে তৃণমূল সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হলেও এই বনধের বিপক্ষে সোমবার গভীর রাত পর্যন্ত সরকারের তরফে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। যার ফলে সরকারি কর্মচারীদের মনে প্রশ্ন তৈরি হয়েছে, তাহলে কি তারা বনধের দিন কাজে যোগ দেবে, নাকি বাড়িতে থেকে ছুটি উপভোগ করবে!

সূত্রের খবর, অর্থ দফতরের পক্ষ থেকে সোমবার গভীর রাত পর্যন্ত কোনো রকম নির্দেশিকা জারি করা হয়নি। ফলে সরকারি কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি রয়েই গেছে। যেখানে প্রতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকে রাজ্যে বনধ হলেই তার পূর্ণাঙ্গ বিরোধিতা করে সরকারি কর্মচারীদের অফিসে আসা বাধ্যতামূলক করা হত, সেখানে এবার বনধ হওয়া সত্ত্বেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তাকে আটকাতে কোনোরকম পদক্ষেপ নিলেন না, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

একাংশ বলছেন, আসলে এই বনধ বিজেপি বিরোধী। তাই রাজনৈতিক অক্সিজেন পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেই বনধকে সমর্থন করা হয়েছিল। স্বাভাবিকভাবেই সরকারের পক্ষ থেকেও এই ব্যাপারে কিছু জানানো হয়নি। আর এখানেই সমস্যায় পড়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা। যদি কেউ অফিসে না যান, তাহলে যদি পরে তাদের বলা হয়, তাদের বেতন কাটা যাবে, তাহলে তাদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হবে। স্বাভাবিকভাবেই তারা বাড়িতে থাকবেন, নাকি তারা অফিস করবেন, এখন এটাই তাদের সামনে প্রশ্ন হিসেবে ঘুরপাক খেতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে সোমবার উত্তরকন্যা অভিযানের পর বিজেপির পক্ষ থেকেও মঙ্গলবার 12 ঘন্টা উত্তরবঙ্গ বনধের ডাক দেওয়া হয়েছে। সেদিক থেকে আরও সমস্যায় পড়েছেন উত্তরবঙ্গের সরকারি কর্মচারীরা। তাদের বক্তব্য, একদিকে রাজ্যের শাসক দল বিজেপি বিরোধী কৃষক বনধকে সমর্থন করছে। সেদিক থেকে তারা যদি অফিসে না যান এবং রাজ্য সরকার যদি তাদের ছাড় দেয়, তাহলে তা অত্যন্ত সন্তোষজনক বিষয়। কিন্তু রাজ্যের বর্তমান শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রশাসনের বিরুদ্ধে সরব হয়ে গতকালের উত্তরকন্যা অভিযানের ঘটনায় প্রতিবাদ করে বিজেপির পক্ষ থেকে আজ উত্তরবঙ্গ বনধের ডাক দেওয়া হয়েছে।

সেদিক থেকে উত্তরবঙ্গের সরকারি অফিসগুলোতে ভিড় না হয়, তাহলে রাজ্যের শাসকদল ধরে নিতে পারে যে, সেই সমস্ত সরকারি কর্মচারীরা বিজেপির বনধকে সমর্থন করছে। যার ফলে সেই সমস্ত সরকারি কর্মচারীদের উপর খাড়ার ঘা করতে পারে বলে আশঙ্কা করছেন একাংশ। যার ফলে তারা কার্যত দোটানায় পড়ে গিয়েছেন।

তাই এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বন্ধের ব্যাপারে কি অবস্থান নেওয়া হচ্ছে, তা জানানো অত্যন্ত জরুরী বলেই দাবি করছেন সকলে। কিন্তু সোমবার গভীর রাত পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো নির্দেশিকা জারি করা হয়নি। যার ফলে তৈরি হয়েছে প্রশ্ন। আর এখানেই শ্যাম রাখবেন নাকি কুল রাখবেন সরকারি কর্মচারীরা, সেটা ভাবতে ভাবতেই তাদের প্রহরের পর প্রহর কেটে যাচ্ছে।

আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!