এখন পড়ছেন
হোম > জাতীয় > নরেন্দ্র মোদীর ‘গুরুকে’ গ্রেপ্তারের দাবি, চাঞ্চল্য জাতীয় রাজনীতিতে

নরেন্দ্র মোদীর ‘গুরুকে’ গ্রেপ্তারের দাবি, চাঞ্চল্য জাতীয় রাজনীতিতে

ভীমা-কোরেগাঁও মারাঠা-দলিত সংঘর্ষে অভিযুক্ত নরেন্দ্র মোদির গুরুজী শম্ভাজি ভিড়ে ও মিলিন্দ একবোটের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল। জানা গেছে প্রথম থেকেই এই দুজন অভিযুক্তকে গ্রেপ্তারের বিষয় অনীহা দেখিয়েছে মহারাষ্ট্র পুলিশ। নিম্ন আদালত থেকে উচ্চ পুলিশের সুযোগ করে দেওয়া আগাম জামিনের আবেদন করেছে একবোটে।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এক্ষেত্রে ভিড়ে কোনোভাবেই এই সুযোগ নেন নি বলে জানান গেছে। একবোটের একের পর এক জামিনের আবেদন খারিজ হওয়াতে তাঁকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে পুলিশ। এদিকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে পদার্থবিদ্যার কৃতি ছাত্র যুধ্যাপক শম্ভাজি ভিড়ে। আরএসএসের সাথে বিচ্ছেদের পর তিনি শী শিব প্রতিষ্ঠান তৈরী করেন মহারাষ্ট্র সাংলিতে। ছত্রপতি শিবাজীরও অনুগত ভিড়ে। জানা গেছে শিবসেনার উদ্ধব ঠাকরে, এনসিপি নেতা শারদ পাওয়ার প্রত্যেকেই ভোর ভক্ত ভিড়ের। যেকোনো নির্বাচনের আগে বহু বড়ো বড়ো নেতাই তাঁর আশীর্বাদ নেন। এমনকি মোদির একটি সভাতেও উপস্থিত ছিলেন তিনি। তাঁর গ্রেপ্তার না হওয়ার জন্য রাজনৈতিক প্রভাব রয়েছে বলে দাবি করেছে দলিত সংগঠনগুলি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!