বিজেপিতে তৃণমূলের প্রাক্তনীদের ক্ষমতা বাড়তেই ঘুম উড়ছে মমতার? নতুন পদক্ষেপে জল্পনা চরমে কলকাতা নদীয়া-২৪ পরগনা রাজ্য June 7, 2020 লোকসভা নির্বাচনের পর থেকেই বিজেপি শিবিরের কাছে তৃণমূল রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে। সেই মুহূর্তে তৃণমূল দলীয় পরিস্থিতি সামলাতে তৃণমূল নেত্রী দ্বারস্থ হন ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের। আর তারপর থেকেই বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেস চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপির ব্যাপকভাবে সংগঠনের বিকাশ রোধের। যদিও কার্যক্ষেত্রে ভিন্ন ছবি প্রকাশ পেয়েছে। ইতিমধ্যে তৃণমূল থেকে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। যেমন- অর্জুন সিং, সৌমিত্র খাঁ, সব্যসাচী দত্ত প্রমুখ। বর্তমানে বিজেপি তাঁদের রাজ্য জেলা কমিটির ব্যাপক সাংগঠনিক রদবদল করে। ফলে তৃণমূল থেকে আসা প্রত্যেক হেভিওয়েট নেতাই বিজেপি রাজ্য জেলা কমিটিতে উল্লেখযোগ্য পদ পেয়েছেন বলে দেখা গেছে। অন্যদিকে তৃণমূল দলকে একজোট করে আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের জন্য উদ্বুদ্ধ করতে এবার চরম তৎপরতা গ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সূত্রেই এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল সংগঠনের হলো ব্যাপক রদবদল। গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন তৃণমূলের দীনেশ ত্রিবেদী। তারপরেই উত্তর 24 পরগনার জেলা পর্যবেক্ষকের দায়িত্বে থাকা নির্মল ঘোষ এসেছিলেন ব্যারাকপুর সংসদীয় এলাকার বাড়তি সাংগঠনিক দায়িত্বে। কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ব্যারাকপুরের দলীয় সংগঠনের নেতৃত্বের বদল করে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ এর বদলে দায়িত্বে নিয়ে এলেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদীকে। দলীয় সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীনেশ ত্রিবেদীকে অনুরোধ করেছেন, যাতে দীনেশ ত্রিবেদী ব্যারাকপুরের সাংগঠনিক দায়িত্ব সামলান। কারণ দলনেত্রীর দাবি, ব্যারাকপুর শিল্পাঞ্চলে বিজেপি শিবির প্রায় প্রতিদিন সাম্প্রদায়িক অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী এদিন স্পষ্ট করে দিয়েছেন, বিভিন্ন জেলার সভাপতিরা যেভাবে অনেককে পদ পাইয়ে দেন জেলা কমিটির ক্ষেত্রে, এবার থেকে সেসব আর হবে না। অন্যদিকে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সাংগঠনিক নেতৃত্ত্বের বদল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, দলের রাজ্য নেতাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, বাংলার রাজনীতিতে আগামী দিনের লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি করে নিল দুই যুযুধান রাজনৈতিক শিবির। অন্যদিকে জানা গেছে, শুক্রবার অন্যান্য জেলার মতন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসে নেতৃত্বের সঙ্গেও একটি ভিডিও কনফারেন্স করেন তৃণমূল নেত্রী এবং সেখানেও উল্লেখযোগ্যভাবে গঙ্গারামপুর এর বিধায়ক গৌতম দাসকে কার্যকরী সভাপতি পদে নিয়ে আসার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি সংখ্যা হয়ে গেল 3। যদিও বিজেপির রাজ্য জেলা কমিটির পদ সংখ্যা নিয়ে ইতিমধ্যেই অনেক তৃণমূল নেতাকে কটাক্ষ করতে দেখা গেছে। অন্যদিকে রাজনৈতিক শিবিরের একাংশ মনে করছে, সম্প্রতি বিজেপি রাজ্য কমিটিতে ব্যাপক রদবদল ঘটিয়ে 2021 এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে তাঁদের সাংগঠনিক জমি অনেকটাই শক্ত করার পথে। তাই মনে করা হচ্ছে, বিজেপি শিবিরের সাংগঠনিক রদবদলের পূর্ণ প্রভাব পড়েছে রাজ্য তৃণমূল দলে। আর তাই এবার ব্যারাকপুরের সাংগঠনিক রদবদল সামনে এল। অন্যদিকে রাজনৈতিক অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে, আগামী দিনে গোটা রাজ্যে সাংগঠনিক রদবদল করবে তৃণমূল কংগ্রেস। আপাতত বিশেষজ্ঞদের মতে, রাজ্যের শাসক দলকে কঠোর অনুশাসনে বেঁধে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রশ্ন জাগছে, তাহলে কি এবার তৃণমূল শিবিরের প্রাক্তনীরা ঘুম উড়িয়ে দিল তৃণমূল নেতৃত্বের? আপনার মতামত জানান -