এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কর্মীদের হাজিরা নিয়ে বড়সড় বিজ্ঞাপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত

কর্মীদের হাজিরা নিয়ে বড়সড় বিজ্ঞাপ্তি প্রকাশ, জেনে নিন বিস্তারিত


সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। এখনো পর্যন্ত গত 24 ঘণ্টায় করোনা সংক্রমণের শিকার হয়েছেন 435 জন। যাদের মধ্যে সবথেকে বেশি আক্রান্ত কলকাতায় থাকেন বলে জানা গেছে। অন্যদিকে লাখে লাখে পরিযায়ী শ্রমিক ফিরতে শুরু করেছে পশ্চিমবঙ্গে। আর তার পর থেকেই বেশ কয়েক ধাপ লাফ দিয়ে বেড়ে গেল করোনা আক্রান্তের সংখ্যা। আপাতত পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি যে রীতিমত ভয়ানক হতে চলেছে আগামী দিনে, সে ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

কিন্তু তার মধ্যেই এবার সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হলো সরকারি কর্মচারীদের হাজিরা নিয়ে। চরম করোনা উদ্বেগের মধ্যে দিয়ে এবার কলকাতা পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী 8 ই জুন থেকে 100% কর্মীদের উপস্থিত থাকতে হবে কাজে। অন্যদিকে 8 জুন থেকে কর্মচারীদের উপস্থিতি নিয়ে রীতিমতন কড়া অবস্থান কলকাতা পুরসভা নিয়েছে বলে জানা গেছে। কলকাতা পুরসভার সমস্ত বিভাগেই 8 জুন থেকে কাজ শুরু হয়ে যাবে বলে খবর।

অন্যদিকে কর্মচারীদের মধ্যেও বিজ্ঞপ্তি নিয়ে উত্তপ্ত আলোচনা শুরু হয়েছে বলে সূত্রের খবর। কারণ, এখনো পর্যন্ত কলকাতার রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়নি। উপরন্তু সরকারি বাস চললেও তাতেও হচ্ছে মারাত্মক ভিড়। বেসরকারি বাস এখনো রাস্তায় নামেনি। লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে রয়েছে। কর্মচারীদের প্রশ্ন, বহু দূর-দূরান্ত থেকেই কলকাতা পুরসভার কর্মচারীরা আসেন। তাঁরা কিভাবে এসে পৌঁছাবেন 100% কাজের বিজ্ঞপ্তি মাথায় নিয়ে?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে যেভাবে প্রতিদিন রাজ্যে করোনা সংক্রমণ বেড়ে চলেছে, তাতে প্রায় প্রতিদিন আক্রান্তের রেকর্ড ভাঙছে বাংলায়। সংক্রমণ ছড়িয়ে পড়ার নিরিখে যে তালিকা রয়েছে, তাতে প্রথম স্থান ইতিমধ্যেই গ্রহণ করেছে কলকাতা এবং তারপরেই হুগলি জেলার স্থান রয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে হুগলীতেও নতুন করে 82 জন করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর। অন্যদিকে সারা দেশ জুড়েই করোনা মোকাবিলায় শুরু হয়েছিল লকডাউন। সেই লকডাউন এর বর্তমান পরিস্থিতি অনেকটাই শিথিল দেখা যাচ্ছে।

কলকাতা পুরসভার বিজ্ঞপ্তি নিয়ে ভেতরে ভেতরে ক্ষোভ ছড়াচ্ছে কর্মচারীদের মধ্যে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। রাস্তায় এমনিতেই করোনার ভয়। তার মধ্যে 100 শতাংশ লোক কিভাবে কাজে যোগ দেবেন তার কোন সঠিক পরিকল্পনা নেই। এদিকে বাস-ট্রেন বন্ধ। এই অবস্থায় কিভাবে 100% কর্মী সোমবার থেকে কাজে যোগ দেবেন, তা নিয়ে উঠেছে প্রশ্ন। তাই এবার দেখার পুরসভার বিজ্ঞপ্তি কি পাল্টে যেতে চলেছে? নাকি সরকারি কর্মচারীরা নিজেদের নিরাপত্তা বিঘ্নিত করেই সপ্তাহের প্রথম দিন কাজে যোগ দেবার জন্য মরিয়া হয়ে ওঠেন!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!