এখন পড়ছেন
হোম > জাতীয় > দেশে কবে থেকে চালু হবে নাগরিকত্ব আইন? এ বিষয়ে বিশেষ বক্তব্য কেন্দ্রের

দেশে কবে থেকে চালু হবে নাগরিকত্ব আইন? এ বিষয়ে বিশেষ বক্তব্য কেন্দ্রের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশে কবে থেকে চালু হবে নাগরিকত্ব আইন? এবার এ প্রসঙ্গে বিশেষ বক্তব্য রেখেছে কেন্দ্র সরকার। প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বর মাসে নাগরিকত্ব সংশোধনী বিল আনা হয়েছিল কেন্দ্রের পক্ষ থেকে। বিরোধীদের প্রবল অভিযোগ ছিল এই বিলের বিরুদ্ধে। যদিও রাষ্ট্রপতির স্বাক্ষর দেবার পর ২০১৯ সালের ১২ ই ডিসেম্বর এই বিলটি আইনে পরিণত হয়। এরপরও এর বিরুদ্ধে বেশকিছু বিরোধী শিবিরের বিক্ষোভ চলে। তবে, এরপর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনও এই আইন দেশে চালু হয়নি। কবে থেকে এই আইন চালু হবে? এ সম্পর্কে জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দেশে কবে থেকে নাগরিকত্ব আইন চালু হবে? তা জানতে চেয়ে ছিলেন গতকাল কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তাঁর এই প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন যে, সংশোধনী নাগরিকত্ব আইন এর নিয়ম তৈরি করার জন্য লোকসভা ও রাজ্যসভার কমিটির কাছে আরো কিছুটা সময় চাওয়া হয়েছে। ২০২২ সালের ৯ ই জানুয়ারি পর্যন্ত সময় চাওয়া হয়েছে। এই আইনের নিয়ম-নীতি ঠিক করতে আরও ছমাস সময়ের প্রয়োজন। আইনের নীতি-নিয়ম ঠিক করা হলেই তা দেশজুড়ে বলবৎ করা হবে।

এই নাগরিকত্ব আইনে ভারতের প্রতিবেশী দেশগুলো থেকে আসা অমুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু মানুষদের দেশের নাগরিক হওয়ার সুযোগ দেয়া হয়েছে। যেখানে জানানো হয়েছে, ২০১৪ সালের ৩১ সে ডিসেম্বরের মধ্যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের দেশের নাগরিকত্ব দেয়া হবে। এজন্য নিজের ও তাঁর বাবা-মায়ের জন্মের প্রমানপত্র দেখাতে হবে। প্রমান পত্র দেখাতে না পারলে আরও ছবছর দেশে বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করা যাবে। একাধিক বিরোধী শিবির এই আইনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, দেশের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের বিপদে ফেলতেই এই ধরনের আইন আনা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!