এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > প্রার্থী ঘোষণা হয়নি এখনো, তবুও বিতর্ক উস্কে প্রচার শুরু তৃণমূলের

প্রার্থী ঘোষণা হয়নি এখনো, তবুও বিতর্ক উস্কে প্রচার শুরু তৃণমূলের

সামনের ২১ ডিসেম্বর সবংয়ে ভোটের দিনক্ষণ ঠিক হয়ে গেলেও এখনো সরকারি ভাবে ঘোষণা হয়নি কোনো প্রার্থীর নাম। অনেক নাম নিয়েই গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু সরকারি ভাবে ঘোষণা না হওয়ায় স্থানীয় নেতৃত্ত্বও চুপ, কেননা ইতিমধ্যেই সামনে এসেছে আদি বনাম নব্য গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই, যার জেরে পুলিশ এসে বন্ধ করে দিয়েছে দলীয় কার্যালয়।
এরই মধ্যে খবর, সবংয়ের তেমাথানি বাজার এলাকায় দেওয়াল লিখনের মাধ্যমে তাদের প্রচার শুরু করে দিলো শাসকদল। জানা যাচ্ছে স্থানীয় নেতা বিপুন মাইতির নেতৃত্বে এই প্রচার কাজ শুরু হয়েছে। এই নিয়ে বিকাশ ভূঁইয়া জানান, হাতে সময় অনেক কম, তাই প্রচারের কাজ কিছুটা এগিয়ে রাখলাম, যেই প্রার্থী হোক আমরা তাকেই সমর্থন করব। কিন্তু বিরোধী দলের স্থানীয় নেতৃত্ত্বের কথায়, তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্বে ভয় পাচ্ছে, তাই দেওয়াল লিখন দিয়ে নিজের টিকিট পাকা করতে চাইছে, যতদিন যাবে তত প্রকট হবে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। যা শুনে স্থানীয় তৃণমূল নেতৃত্ত্বের ছোট্ট উত্তর, পুরোটাই হাস্যকর!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!