দিলীপ ঘোষের জন্যই আগে মুখ খুলতে পারেননি মুকুল রায়? বিশেষ খবর রাজ্য November 25, 2017 রাজ্য-রাজনীতিতে এখন সত্যি বলতে হট-এন্ড-হ্যাপেনিং হলেন মুকুল রায়. তিনি মুখ খুললেই খবর তো বটেই, সঙ্গে অনেক খবরের ক্লু! ঠিক যেন কোনো সাসপেন্স থ্রিলার পরে শোনাচ্ছেন! আজ উলুবেড়িয়াতে দলীয় সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রাজ্যের শাসকদলকে একের পর এক শানিত আক্রমনের বান ছুড়ে দিচ্ছেন, নিশানা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আর হাততালিতে ফেটে পড়ছে উপস্থিত জনতা। এতো একদম ছকে বাঁধা চিত্রনাট্য, কিন্তু এর পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একটু ‘পস’ নিলেন আর তারপরেই ছুঁড়ে দিলেন তুমুল হেঁয়ালি। মুকুল রায় বললেন, অনেকেই জিজ্ঞাসা করছেন, এখন মুখ খুলছি কেন? আগে কেন মুখ খুলিনি? দুবছর আগেই মুখ খুলতে পারতাম, পারলাম না শুধু দিলীপ ঘোষের জন্য। দিলীপদা যদি ২০১৫ তে রাজ্য বিজেপির দায়িত্ত্ব নিতেন, তাহলে হয়তো তখনই চলে এসে মুখ খুলতে পারতাম। আর তা শুনে মুচকি হাসছেন তখন মুকুল রায়ের ক্যাপ্টেন দিলীপ ঘোষ। এই ছোট্ট রসিকতার মধ্যেই রাজ্য-রাজনীতিতে তুলে দিলেন হাজারো প্রশ্ন। তারমানে ২০১৫ তেই মুকুল রায় দল ছাড়তে চেয়েছিলেন? রাজ্য-বিজেপি নিতে চায় নি বলে দাঁতে দাঁত চেপে পড়েছিলেন তৃণমূলে? তারমানে কি বলতে চাইলেন রাহুল সিনহা মুখে যতই বলুন তিনিই মুকুল রায়কে বিজেপিতে আনার কথা বলেছেন, আদতে কি তিনি আটকাতে চেয়েছিলেন (কেননা মুকুলবাবু যে সময়ের কথা বলছেন, সে সময়ে বিজেপি রাজ্য সভাপতির নাম রাহুল সিনহা)? নাকি পুরোটাই নিছক মজার ছলে বললেন মুকুল রায়? ভবিষ্যৎই উত্তর দেবে মুকুল রায়ের এই হেঁয়ালির। আপনার মতামত জানান -