সবাইকে স্বস্তি দিয়ে আসতে চলেছে ডেঙ্গুর টিকা আন্তর্জাতিক জাতীয় বিশেষ খবর রাজ্য November 25, 2017 ডেঙ্গু নিয়ে বেশ আতঙ্কে বঙ্গবাসী। গোটা রাজ্যজুড়ে ইতিমধ্যেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে বেশ কিছু জনের, মৃতের সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও, ডেঙ্গুতে যে মৃত্যু হয়েছে তা মেনে নিয়েছে শাসক-বিরোধী সবাই। আর প্রতি বছর এই ডেঙ্গুর হামলায় তটস্থ রাজ্যবাসী। কিন্তু এবার ডেঙ্গু নিয়ে আসতে চলেছে সুখবর। সূত্রের খবর অনুযায়ী, ২০১৯ থেকেই ভারত পেয়ে যাচ্ছে ডেঙ্গুর টিকা। তবে ২০১৮ থেকেই এর ব্যবহার পরীক্ষামূলক ভাবে শুরু করা হবে বলে জানিয়েছে টিকা প্রস্তুতকারক সংস্থা প্যানাসিয়া বায়োটেক এবং ড্রাগ কন্ট্রোলার জেনারেলের তরফে এর অনুমতিও মিলেছে। এই টিকা পার্শ্ব প্রতিক্রিয়াহীন বলে দাবি করেছে ওই সংস্থা। আপনার মতামত জানান -