বিধানসভা নির্বাচনের আগে ‘ছোট’ নির্বাচনে ‘বড়’ ধাক্কা বিজেপির জাতীয় বিশেষ খবর November 25, 2017 আসন্ন গুজরাট বিধানসভা নির্বাচন, যেদিকে তাকিয়ে গোটা দেশ। নরেন্দ্র মোদী-অমিত শাহের নিজের গড় গুজরাট, সুতরাং এই নির্বাচনে যে ফলাফল হবে তা ২০১৯ এর লোকসভা নির্বাচনের রিংটোন হয়ে যাবে। কিন্তু সেই নির্বাচনের আগেই বড় ধাক্কা খেল বিজেপি, যা নিয়ে উৎসাহিত বিরোধীরা। গুজরাত কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে সবকটি আসনেই হারল বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি, বড় ব্যবধানে সবকটি আসনই জিতেছে নির্দলরা। গুজরাত নির্বাচনের আগে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এবিভিপির এমন ফলাফলকে যথেষ্ট তাত্পর্য বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের ধারণা, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ, নিজেদের ইচ্ছে মতো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুনের নানা পরিবর্তন আনা, এমনকি সংগঠনের ক্ষমতা ধরে রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাহায্যে ছাত্র সংসদের নিয়মকানুনেও নানা পরিবর্তন আনা – এই সবমিলিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে সংঘ পরিবারের ছাত্র সংগঠন এবিভিপির জনপ্রিয়তা হ্রাস পায়, আর তারই প্রতিফলন ঘটে ভোটবাক্সে। আপনার মতামত জানান -