এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হবে? লাখ টাকার প্রশ্নের উত্তর দিলেন মুকুল

বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী কে হবে? লাখ টাকার প্রশ্নের উত্তর দিলেন মুকুল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই একটা বিতর্ক তৈরি হয়েছে গেরুয়া শিবিরে মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে। তৃণমূল শিবিরে যেমন মুখ্যমন্ত্রীর মুখ মমতা ব্যানার্জি, গেরুয়া শিবিরে কিন্তু সেরকম কেউ এখনো পর্যন্ত নেই। বরং বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন শেষ হবার পর সমস্ত সিদ্ধান্ত গৃহীত হবে আলোচনা সাপেক্ষে। তবে এরই মধ্যে কালনার সভা থেকে মুকুল রায় এবার বঙ্গ বিজেপি সরকার গড়া নিয়ে কিছু ইঙ্গিত দিলেন। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের ভোট সমীকরণ নিয়েও তীব্র কটাক্ষ করেছেন।

সম্প্রতি প্রশান্ত কিশোর দাবি করেছেন, বাংলার ভোটে বিজেপি দুই অঙ্কের ভোট সংখ্যা পার করতে পারবে না। এবার তারই পাল্টা দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। তিনি রীতিমতো হিসাব-নিকাশ করে জানিয়ে দিলেন, তৃণমূল এবারের ভোটে তিন অঙ্কের ঘরেই পৌঁছাতে পারবেনা। পাশাপাশি মুকুল রায় স্পষ্ট করে দিলেন, বাংলায় কিন্তু বিজেপি পুরোপুরি যুব শক্তির ওপর নির্ভর করেই এবার এগোবে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন মুকুল রায় এবার ধীরে ধীরে যুব নেতৃত্বকে সামনে তুলে ধরছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে সেক্ষেত্রে জল্পনা শুরু হয়েছে অন্যত্র। শুভেন্দু অধিকারী গেরুয়া শিবিরে যোগদান করার পরে গেরুয়া শিবির থেকে তাঁর জন্য যথেষ্ট সম্মান দেখানো হয়েছে। পাশাপাশি রাজীব বন্দ্যোপাধ্যায়ও ইতিমধ্যেই গেরুয়া শিবিরে যোগদান করার পর ইতিমধ্যেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পেয়েছেন। পাশাপাশি দেখা যাচ্ছে, বর্তমানে সবজায়গায় চোখে পড়ছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে। প্রশ্ন উঠছে, তাহলে কি মুকুল রায় ক্রমশ পর্দার আড়ালে চলে যাচ্ছেন ?

আর ঠিক সেই জায়গাতেই মুকুল রায়ের কালনার সভা থেকে করা বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুকুল রায় কি এবার তৃণমূল থেকে আসা অন্যান্য নেতাদের দাপটে কিছুটা কি দিশাহারা? অন্যদিকে, একুশের বিধানসভা নির্বাচন গেরুয়া শিবিরের কাছে পাখির চোখ। যেকোনো মূল্যে তাঁরা বাংলার মসনদ অধিগ্রহণে মরিয়া। এই অবস্থায় গেরুয়া শিবিরে মুখ্যমন্ত্রীর মুখ না থাকা তাঁদের ভরাডুবির মুখে দাঁড় করাবে না তো, প্রশ্ন উঠছে সর্বত্র।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!