এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিজেপি ছেড়ে তৃণমূলে কি ফিরছেন বিপ্লব মিত্র? তৃণমূলের কার্যকলাপে জোর জল্পনা !

বিজেপি ছেড়ে তৃণমূলে কি ফিরছেন বিপ্লব মিত্র? তৃণমূলের কার্যকলাপে জোর জল্পনা !


গত লোকসভা নির্বাচনের পর যখন বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে অর্পিতা ঘোষ দাঁড়ান এবং পরাজিত হন। পরাজয়ের কারণ হিসাবে নাম না করে তিনি বিপ্লব মিত্রের দিকে অভিযোগের আঙ্গুল তোলেন। তিনি দাবি করেছিলেন বিজেপিকে সুবিধা করে দিয়ে তাঁকে ইচ্ছা করে হারানো হয়েছে। আর এই অভিযোগ এতটাই তীব্র ছিল যে সেই অভিযোগে নেত্রীই ক্ষুব্ধ হয়েছিলেন দলের পুরোনো সৈনিক বিপ্লববাবুর উপরে।

সেই ক্ষোভের আঁচ এতটাই তীব্র ছিল যে তিনি ভরা বৈঠকে বিপ্লববাবুর উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে জানিয়েছিলেন, ইচ্ছা হলে বিপ্লববাবু দল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন।তাছাড়া গত লোকসভা নির্বাচনের পর দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জেলার দায়িত্ব দেন অর্পিতা ঘোষের উপর।

এর পর যদিও বিপ্লবাবু দাবি করেছিলেন তাঁর নামে নেত্রীকে ভুল বোঝানো হয়েছে তিনি দলের একনিষ্ঠ কর্মী। কিন্তু প্রায় এক মাস পরেই তিনি বিজেপিতে যোগ দেন। ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছিল, জেলায় বিপ্লব মিত্র ম্যাজিক আর নেই। তাই কে গেলো আর কে রইলো তা নিয়ে কোনো মাথাব্যথা নেই দলে। কিন্তু সত্যিই কি তাই? সূত্রের খবর দলের অন্দরে এখনো নাকি বিপ্লব মিত্রের অভাব অনুভব করছেন নেতা নেত্রী থেকে কর্মী সমর্থকগণ। মুখ খুলে না বললেও দলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে ২০২১ নিয়ে নয়া সমীকরণ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ এর উপর দ্বায়িত্ব থাকলেও তাঁর সাথেই বিকল্প ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনা করছেন ২০২১-এর আগে বিজেপিকে মাস্টারস্ট্রোক দিতে। মমতা চাইছেন বিজেপির পালের হাওয়া কেড়ে নিয়ে বিপ্লব মিত্রকে ফিরিয়ে আনতে।বিপ্লববাবুর অনুগামীরা কানাকানি করতে শুরু করেছেন, যদি তৃণমূলে সম্মানজনক পুনর্বাসন পান, তবে তারা ফিরে যেতে পারেন। আর নেতাকেও ফেরার জন্য রাজি করানোর দিকে ঝুঁকতে পারেন।

তাই প্রবীণ শঙ্কর চক্রবর্তীকে মুখ করে যদি বিপ্লব মিত্রকে ফিরিয়ে আনা যায়, তার চেষ্টা করতে চলেছে তৃণমূল।কিন্তু প্রশ্ন উঠেছিল, যদি তাই হয় তবে জেলার তিন হেভিওয়েটকে মেলাবার ভর কে নেবেন? এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীকে সেই দ্বায়িত্ব দেওযা হতে পারে।যদিও এই নিয়ে মুখে কুলুপ এঁটেছে তৃণমূল। তবে কি সত্যি বিজেপির ঘর ভাঙতে চলেছে? সেই জল্পনা মিটতে না মিটতেই ফের বিপ্লব মিত্র আসা নিয়ে বড়সড় শোরগোল পড়লো। দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মধুমিতা রায়ের ছেলে ফেসবুকে বিপ্লব মিত্র তৃণমূলে ফিরতে চলেছেন বলে একটি পোস্ট করেন।

আর এতেই তীব্র বিতর্ক ছড়িয়ে পড়ে।যদিও এই নিয়ে জল অনেকে দূর গড়িয়েছে। তৃণমূলের অন্য দল তাঁকে মারধর করেছে। সে অন্য কথা। তবুও প্রশ্নও উঠেছে সত্যিই কি ফেরা কোনো সম্ভাবনা আছে ? আর সেই কারণেই তৃণমূলের নেত্রীর ছেলে এইভাবে পোস্ট করলেন। যদিও বিষয়টি নিয়ে মুখ খোলেননি বিপ্লববাবু। তবে আশায় রয়েছে দক্ষিণ দিনাজপুর তৃণমূল। যদিও অনেকে মনে করছেন যতদিন অর্পিতা ঘোষ দিনাজপুরের দ্বায়িত্বে আছে ততোদিন বিপ্লববাবু তৃণমূলে ফিরবেন না। এখন সময় বলবে কি হবে তার দিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!