এখন পড়ছেন
হোম > রাজ্য > রামনবমীতে ‘সাফল্য’, বাংলায় সংগঠন আরো জোরদার করতে বিশেষ পরিকল্পনায় সঙ্ঘ

রামনবমীতে ‘সাফল্য’, বাংলায় সংগঠন আরো জোরদার করতে বিশেষ পরিকল্পনায় সঙ্ঘ

রামনবমীতে চূড়ান্ত সাফল্যের পর পশ্চিমবঙ্গে বিজেপির ভীত পাকা করতে ভবানীপুরের একটি বাড়িতে সারাদিন ধরে মোট পাঁচটি বৈঠক করলেন আরএসএসের দুই শীর্ষ নেতা কৃষ্ণগোপাল ও ভি ভাগাইয়া। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন, বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় নেতা রামলাল, কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রকাশ, রাজ্যের পাঁচ সাধারণ সম্পাদক এবং বাছাই করা ২২টি লোকসভা কেন্দ্রের পালক, বিস্তারক ও রাজ্যের সঙ্ঘ নেতারা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

বৈঠকে মূল আলোচনার বিষয় ছিলো, রাজ্যের শাসকদলের ‘তোষণ নীতির’ ফলে রাজ্যের ধর্মীয় মেরুকরণের প্রকাশ ঘটেছে রামনবমীতে প্রায় ৩০ লক্ষ্য মানুষ অংশগ্রহণের মাধ্যমে। এদিন বৈঠকে এক সঙ্ঘ নেতৃত্বের কথায়, “ভোটার তালিকার পৃষ্ঠা পিছু এক জন করে পৃষ্ঠা প্রমুখ নিয়োগ করতে হবে। এ রাজ্যে তৃণমূলের সন্ত্রাসের অবসান ঘটাতে বিজেপি-কে সাহায্য করবে গোটা সঙ্ঘ পরিবার।” দলীয় সূত্রের খবর অনুযায়ী যে সমস্ত আইপিএস অফিসারের বিরুদ্ধে তৃণমূলের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আগামী কয়েক মাসের মধ্যেই কেন্দ্রের তরফে পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!