এখন পড়ছেন
হোম > অন্যান্য > এবার করোনার টিকাও বানাবে রিলায়েন্স গোষ্ঠী? নতুন ঘোষণায় তীব্র জল্পনা শুরু দেশ জুড়ে! জেনে নিন

এবার করোনার টিকাও বানাবে রিলায়েন্স গোষ্ঠী? নতুন ঘোষণায় তীব্র জল্পনা শুরু দেশ জুড়ে! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে যখন একের পর এক কোম্পানি তাদের ঝাঁপ বন্ধ করেছে, সেই সময়ে রিলায়েন্স কোম্পানি নতুন নতুন বিনিয়োগ করেছে নতুন প্রজেক্টে। যেখানে দিন দিন লোপ হয়েছে অন্যান্য সংস্থার সাফল্যের হার, সেখানে রিলায়েন্স এই সময়ে টেলিকম বাজার থেকে শুরু করে খাদ্য পণ্য বিপণন নানাভাবে ভারতের বাজারকে নিজেদের আয়ত্তে আনতে উঠে পড়ে লেগেছিল। এই রিলায়েন্স সংস্থা সম্প্রতি টেলিকম জগতের অন্যতম ভরসা যোগ্য জায়গা হয়ে উঠেছে, যারা কিনা অত্যন্ত সস্তায় সুন্দর টেলিকম পরিষেবা দেবার জন্য ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। এর পাশাপাশি লাইফস্টাইলস স্টোর কেনা থেকে শুরু করে তাদের অনেকগুলি বিনিয়োগের খবরও পাওয়া গেছে। তবে এবার ভ্যাকসিন তৈরির ক্ষেত্রেও তারা কি নতুন করে যোগদান করতে চলেছে এই ঘটনা নিয়ে জল্পনা তীব্র হয়ে উঠেছে।

জানা গেছে, কিছুদিন আগে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে মানুষের মধ্যে সবথেকে বেশি আশা ছিল যে এটিই হতে চলেছে হু প্রতিপাদিত সর্বপ্রথম করোনা ভ্যাকসিন। সাধারণ মানুষ সেই আশাই রেখেছিলেন। এর ট্রায়াল প্রথমে বিশ্বের বিভিন্ন প্রান্তে অত্যন্ত ভালো ফলাফল করলে ভারতের সেরাম ইনস্টিটিউট এই ভ্যাকসিন তৈরীর ছাড়পত্র পায়। সেই মত ট্রায়ালের কাজ শুরু হয়। প্রথম এবং দ্বিতীয় ট্রায়ালে ভালো ফল করার পর তৃতীয় ট্রায়াল চলাকালীন খবর আসে, আমেরিকায় এই ভ্যাকসিন প্রয়োগকারী একজন স্বেচ্ছাসেবকের শারীরিক অসুস্থতার কথা। তারপরে নিয়ম মেনে বন্ধ করে দেওয়া হয় ট্রায়ালের কাজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেহেতু এটি নিয়ে মানুষের মধ্যে অনেকদিন থেকেই আশা ছিল, তাই এ খবরে মানুষের মধ্যে চূড়ান্ত হতাশা তৈরি হয়। তবে সংস্থার তরফ থেকে জানা যায় এই ভ্যাকসিন নিয়ে এত দুশ্চিন্তা করার কোন কারণ নেই। কারণ ভ্যাকসিনটি টেস্ট করার জন্য একটু সময় প্রয়োজন। তাছাড়া ওই স্বেচ্ছাসেবক কেন অসুস্থ হয়েছিলেন তাও জানা প্রয়োজন। আর তারপরে যদি ছাড়পত্র পাওয়া যায়, তবে আবারও ট্রায়াল শুরু করা সম্ভব হবে। এরপর সম্প্রতি সেই ছাড়পত্র পাওয়া গেলে, ট্রায়ালে সবুজসংকেত দেওয়া হয়। যার ফলে পুনরায় ভ্যাকসিন তৈরি হওয়া নিয়ে আসা দেখা দিয়েছে।

এরই মধ্যে ভ্যাকসিন নিয়ে বর্তমানে ভারতের ট্রায়ালে সুফল মিলছে একথাও জানা গিয়েছিল। তবে সেরাম ইন্সটিটিউটের সঙ্গে সঙ্গে ভারতের ক্যাডিলা ও ভারত বায়োটেক ইতিমধ্যেই প্রথম ধাপের পরীক্ষা শেষ করে দ্বিতীয় ধাপের পরীক্ষা শুরু করতে চলেছে বলে জানা গেছে। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন দেশে যে সাতটি সংস্থা করোনা প্রতিষেধক বানানো এবং তার পরীক্ষামূলক প্রয়োগ করে দেখার অনুমতি পেয়েছে, তার মধ্যে মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্স লাইফ সায়েন্সও রয়েছে। ফলে অনুমান করা হচ্ছে, প্রতিষেধক সংক্রান্ত ব্যবসার ক্ষেত্রে ইতিমধ্যেই করোনার টিকা সংক্রান্ত গবেষণা শুরু করে দিয়েছে রিলায়েন্স সংস্থা, যা ভবিষ্যতে বিশ্বের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা পুণের সিরাম ইন্সটিটিউটকে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতায় ফেলতে পারে বলেই অনুমান করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!