এখন পড়ছেন
হোম > অন্যান্য > দীপাবলির সন্ধ্যেয় সৌমিত্রবাবুকে নিয়ে চরম আশঙ্কায় চিকিৎসকরা! চরম দুঃসংবাদের আতঙ্ক অনুগামীদের?

দীপাবলির সন্ধ্যেয় সৌমিত্রবাবুকে নিয়ে চরম আশঙ্কায় চিকিৎসকরা! চরম দুঃসংবাদের আতঙ্ক অনুগামীদের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এক মাসেরও বেশি সময় ধরে প্রবাদপ্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় ভর্তি আছেন দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে। করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ধীরে ধীরে করোনা কাটিয়ে ওঠেন তিনি। তিনি করোনা মুক্ত হলে, তাঁর আরোগ্যের বিষয়ে অনেকে আশাবাদী হয়েছিলেন, কিন্তু এরপর থেকেই একাধিক শারীরিক সমস্যায় জর্জরিত হতে থাকেন তিনি। সম্প্রতি তাঁর ব্রেনডেথ হয়ে যাবার আশঙ্কা করছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকেরা। হাসপাতাল সূত্রে এমনই আশঙ্কাজনক খবর উঠে এলো।

গতকাল শুক্রবার বেলভিউ হাসপাতালের জনৈক চিকিৎসক অরবিন্দ কর জানালেন যে, বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্সাস লেভেল ৫ এ নেমে এসেছে। এই লেভেল যদি ৩ এ নেমে যায়, তাহলেই ব্রেন ডেথ হিসেবে ধরে নেয়া হয়। এদিকে বুধবার তাঁকে ট্র্যাকিওস্টমি করানো হয়েছিল, তা সফলও হয়েছিল বলে হাসপাতাল সূত্রের খবর। কিন্তু গতকাল শুক্রবার থেকেই আবার তাঁর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি শুরু হলো। যার ফলে প্রবল আশঙ্কায় আছেন হাসপাতালের চিকিৎসকেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

৮৫ বছর বয়স ও একাধিক কোমরবিডিটি থাকার কারণে ক্রমশ অসুস্থ হয়ে পড়ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর চেতনা প্রায় লুপ্ত হতে বসেছে। এদিকে অভ্যন্তরীণ রক্তক্ষরণ জর্জরিত করেছিল তাঁকে। গত বুধবার অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ট্রাকিওস্টমি করানো হয়েছিল। যা সফল হয়েছিল বলে, হাসপাতাল থেকে জানানো হয়। এরপর গত বৃহস্পতিবার তাঁকে প্রথম পর্যায়ের প্লাজমাফেরেসিস করানো হয়েছিল। আশা করা হয়েছিল যে, এরপর তাঁর আচ্ছন্নতা ও অসংলগ্ন ভাব কাটানো সম্ভব হবে। দীর্ঘদিন ধরেই প্রায় চেতনাহীন অবস্থায় আছেন তিনি। কিন্তু গতকাল শুক্রবার হঠাৎ করে তাঁর চেতনা স্তর ৫ এ নেমে যায়।

হাসপাতাল সূত্রে খবর, তাঁর হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি আছে। তাঁর কিডনির অবস্থাও ক্রমাগত খারাপ হতে চলেছে। গতকাল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে ইইজি ও সিটি স্ক্যান করানো হয়েছিল। কিন্তু তাতে কোন অস্বাভাবিক লক্ষণ দেখা দেয় নি বলে হাসপাতাল সূত্রে জানানো হলো। তবে, গতকাল শুক্রবার বেলভিউ হাসপাতালের চিকিৎসক অরবিন্দ কর জানালেন যে, হঠাৎ করে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কেন এমন অবনতি হলো, তা তিনি বুঝতে পারছেন না।

বস্তুত, যতদিন ধরে সৌমিত্র চট্টোপাধ্যায় বেলভিউ হাসপাতালে ভর্তি আছেন, তার মধ্যে গতকাল শুক্রবার তাঁর শারীরিক পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে জানালেন চিকিৎসকেরা। তবে এখনো রোগের সঙ্গে লড়াই করে চলেছেন বাঙালির ফেলুদা। বহু মানুষ তাঁর আরোগ্যের প্রার্থনা করছেন রাজ্যের সর্বত্র। তাই চিকিৎসকেরাও আশা করছেন যে, এতো মানুষের প্রার্থনা নিশ্চই কাজে আসবে, আবার সুস্থ হয়ে উঠবেন প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!