পুলিশের হাতে হেনস্থার শিকার মহিলা নেত্রী সহ বিজেপির রাজ্য নেতারা, ক্ষোভ চরমে বিশেষ খবর রাজ্য November 26, 2017 এইবার রেল পুলিশের দ্বারা হেনস্থার শিকার হলো বিজেপি বলে অভিযোগ। বিজেপির তরফে অভিযোগ – রাজ্য সম্পাদক প্রতাপ ব্যানার্জী, রাজু ব্যানার্জি, আলী হোসেন, রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী সহ জেলা নেতারা গভীর রাতে শিলিগুড়ি জংশন ষ্টেশনে কম্বল বিলি করতে গেলে প্রধাননগর থানার পুলিশ তাদের বাধা দেন। শুধু তাই নয়, এমনকি মহিলা কর্মীদের হাত ধরেও টানাটানি করা হয়, ফলত বিজেপি কর্মীদের সাথে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়। এ প্রসঙ্গে বিজেপির তরফ থেকে প্রতাপ বাবু বলেন, আমরা জিআরপির অনুমতি নিয়েই কম্বল বিলি করতে গিয়েছিলাম। কিন্তু শাসক দলের নির্দেশে পুলিশ আমাদের বাধা দেয়। প্রধাননগর থানায় তরফে এক পুলিশ কর্মী জানান, অভিযোগ ছিল বলেই পুলিশ স্টেশনে গিয়েছিল। কম্বলের মধ্যে বিস্ফোরক ছিল বলে সন্দেহ হয়, বিস্ফোরণ হতে পারতো, তাই পুলিশ সেখানে যায়। যদিও পুলিশের এই বক্তব্য বিজেপি নেতারা হাস্যকর এবং উদ্দেশ্যপ্রণোদিত বলেই দাবী করেছেন। আপনার মতামত জানান -