এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দলবদল করেও কেন মুখ্যমন্ত্রীর কাছে ওল্ড ইজ গোল্ড মুকুল রায়?

দলবদল করেও কেন মুখ্যমন্ত্রীর কাছে ওল্ড ইজ গোল্ড মুকুল রায়?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   উত্তাল হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। বিজেপি ছেড়ে আবার তৃণমূলে প্রত্যাবর্তন করেছেন মুকুল রায়। লোকসভা নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের পেছনে একটা বড়সড় ভূমিকা ছিল মুকুল রায়ের। তিনি বিজেপিতে যাবার পর তৃণমূলের বেশকিছু হেভিওয়েট বিজেপিতে যোগদান করেছিলেন। তৃণমূলে একাধিকবার ভাঙ্গন ধরিয়েছিলেন মুকুল রায়। কিন্তু গতকাল তৃণমূলে তাঁকে বিশেষ অভ্যর্থনা করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানালেন, মুকুল রায় ঘরের ছেলে ঘরে ফিরে এসেছেন। অনেকেই প্রশ্ন করেছেন, অন্যান্য দলত্যাগীদের প্রতি মুখ্যমন্ত্রী সদয় না হলেও, মুকুল রায়ের প্রতি তিনি এতটা কেন সদয়?

প্রসঙ্গত, মুকুল রায়কে বলা হয়ে থাকে রাজ্য রাজনীতির চাণক্য। গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপির অভাবনীয় সাফল্যের পেছনে তাঁর বিশেষ ভূমিকা ছিল। আর, এবারের বিধানসভা নির্বাচনে তিনি সেভাবে কাজ করেন নি বলেই, বিজেপির কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বলে, অনেকে মনে করে থাকেন। রাজ্য রাজনীতিতে তাঁর যতসংখ্যক অনুগামী আছে, তা কোনো নেতার নেই। আর একথা বিলক্ষণ জানেন মুখ্যমন্ত্রী।

এদিকে কাঙ্ক্ষিত সাফল্য না এলেও বিধানসভা নির্বাচনে নিজেদের শক্তি অনেকটা বাড়িয়ে নিয়েছে বিজেপি। কেন্দ্রীয় সরকার বিজেপির হাতে থাকায়, রাজ্য বিজেপির যে আগামী দিনে শক্তি বাড়বে, তা অস্বীকার করার কোন উপায় নেই। তাই তৃণমূলের ক্ষমতায় টিকে থাকতে হলে মুকুল রায়ের মত দক্ষ সংগঠক মুখ্যমন্ত্রীর পক্ষে বিশেষ প্রয়োজন। সেকারনে তাঁকে দলে নিয়েছেন মুখ্যমন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার, শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে যাবার কারণে একটা বড়সড় শূন্যতা তৈরি হয়েছে তৃণমূলে। তাঁর বিজেপিতে চলে যাওয়ায় তাঁর বহু অনুগামীও তৃণমূল শিবির ছেড়ে চলে গেছেন। এই পরিস্থিতিতে তৃণমূলে মুকুল রায়ের প্রয়োজন আরো অধিক হয়ে পড়েছে। এ কারণে তাঁকে দলে নিতে কুণ্ঠাবোধ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে মুকুল রায় তৃণমূল ফেরার পরই বিজেপি শিবিরের একাধিক সাংসদ ও বিধায়ককে ফোন করেছেন বলে, জানা যাচ্ছে। আজ বিজেপির এক সাংসদ ও প্রায় ১০ জন বিধায়কের সঙ্গে ফোনে কথা বলেছেন মুকুল রায়। যাদের মধ্যে অনেকেই বিষয়টি দলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন। তাঁর এই পদক্ষেপ থেকেই বোঝা যাচ্ছে যে, তাঁকে রাজ্য রাজনীতির চাণক্য বলা কোন অত্যুক্তি নয়। এমন ধরনের চাণক্যকে দলের কাছে টেনে নিতে মুখ্যমন্ত্রী কোন দ্বিধাবোধ করেননি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!