এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিজেপিতে ভাঙন ধরানোয় এবার ভরপুর প্রশংসায় তৃণমূল সুপ্রীমোকে ভরিয়ে দিলেন রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেতা তথা বিধায়ক

বিজেপিতে ভাঙন ধরানোয় এবার ভরপুর প্রশংসায় তৃণমূল সুপ্রীমোকে ভরিয়ে দিলেন রাজ্যের হেভিওয়েট তৃণমূল নেতা তথা বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, মুকুল রায় তৃণমূলে আসতে পারেন বলে। প্রসঙ্গত, মুকুল রায় এযাবতকালে প্রায় নিষ্ক্রিয় হয়ে ছিলেন গেরুয়া শিবিরে প্রায় নিষ্ক্রিয় হয়েছিলেন। সেখান থেকেই গুঞ্জন শুরু হয়। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি সোজা হাসপাতালে পৌঁছে যান মুকুল রায়ের স্ত্রীকে দেখতে। সেই সময় থেকেই গুঞ্জন আরো শক্তিশালী হয়। অবশেষে গতকাল যাবতীয় গুঞ্জনকে বাস্তবে রূপায়ণ করে মুকুল রায় এবং তাঁর ছেলে শুভ্রাংশু রায় তৃণমূলে যোগ দিয়েছেন। আর এরই পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতা মদন মিত্র কার্যত প্রশ্নগসায় ভরিয়ে দিলেন দলনেত্রীকে।

ইতিমধ্যেই অবশ্য মুকুল রায়ের তৃণমূলে যোগ দেওয়ার পর তৃণমূল কতটা শক্তিশালী হবে কিংবা বিজেপির কতটা ক্ষতি হতে পারে, তাই নিয়েই চলছে রাজনৈতিক হিসাব-নিকাশ। তবে প্রায় সবাই এককথায় স্বীকার করে নিচ্ছেন মুকুল রায় তৃণমূলে চলে আসায় গেরুয়া শিবিরের বড় ধাক্কা বিধানসভা নির্বাচনে হারের পর। এবার প্রায় একই কথাই শোনা গেল কামারহাটির বিধায়ক মদন মিত্রের গলায়। প্রসঙ্গত মুকুল রায় বর্তমানে তৃণমূলে প্রবেশ করার পর থেকেই তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অন্যান্য নেতা-নেত্রীরাও তৃণমূলে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভা নির্বাচনের আগের ছবিটাই যেন বর্তমানে ফিরে এসেছে, শুধু পাল্টে গিয়েছে অভিমুখ। আর এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একের পর এক রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন, তাতে আগামী দিনে তৃণমূলের বিরুদ্ধে কেউ থাকবে কিনা তা নিয়ে মদন মিত্র তাঁর ফেসবুক লাইভে এদিন সন্দেহ প্রকাশ করে তীব্র কটাক্ষ করেন। মদন মিত্র পারতপক্ষে কটাক্ষ যে বিজেপিকে করছেন তা বুঝতে বাকি থাকেনা কারোর। অন্যদিকে মদন মিত্র আজকে তাঁর সম্পূর্ণ দিনলিপির বর্ণনা করেন।

পাশাপাশি ধন্যবাদ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁদের গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপের জন্য। অন্যদিকে মদন মিত্র যাই বলুক না কেন বিজেপি কিন্তু এই মুহূর্তে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁদের দলে যাতে আর কোনোরকম ভাঙন না ধরে সেদিকে নজর রাখতে। তবে তাতে কতদূর সফল হবেন তাঁরা, তা নিয়ে কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন রাজনৈতিক মহলের অনেকেই। আপাতত মুকুল রায়ের পাশাপাশি আর কারা কারা গেরুয়া শিবিরে আগামী দিনে ভাঙন ধরাতে পারে, তা নিয়ে চলছে জোর জল্পনা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!