এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > আফগানিস্তান নিয়ে বড় পদক্ষেপ ভারতের, গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন!

আফগানিস্তান নিয়ে বড় পদক্ষেপ ভারতের, গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ভারতের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে পরিচিত আফগানিস্থান। কিন্তু সেই আফগানিস্তান তালিবানিদের দখলে চলে যাওয়ার পর থেকেই নানা মহলে শোরগোল পড়ে যায়। আতঙ্কিত হতে শুরু করেন ভারতবর্ষের মানুষ। এমনকি আফগানিস্থানে যাওয়া ভারতবর্ষের অনেক সাধারন মানুষ কিভাবে সেখান থেকে নিজের দেশে ফিরে আসতে পারবেন, তা নিয়ে তৈরি হয় দুশ্চিন্তা। আর এই পরিস্থিতিতে আফগানিস্থানে থাকা অনেকেই যখন ভারতবর্ষে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে চাইছেন, ঠিক তখনই পার্শ্ববর্তী রাষ্ট্র এই পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার।

সূত্রের খবর, আজ আফগানিস্তানের তালিবানি ইস্যু নিয়ে দেশের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বৈঠক ডাকা হয়েছে। যেখানে প্রতিটি রাজনৈতিক দলকে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। একাংশ বলছেন, দেশকে বাঁচানোর জন্য প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করতে চাইছে কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে একক ভাবে তারা কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না। সেই কারণেই দেশের নিরাপত্তার স্বার্থে বিরোধীদের কি মতামত রয়েছে, তা জেনে নিতেই আফগানিস্তানের ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের এই পদক্ষেপ বলে মনে করছেন একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, আফগানিস্তানের প্রভাব যদি পরবর্তীতে ভারতবর্ষে পড়ে, তাহলে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই এখন থেকেই সমস্ত রকম প্রস্তুতি নিতে শুরু করেছে ভারতবর্ষ। এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কঠোর হাতে দেশের নিরাপত্তা বেষ্টনীকে আরও সুদৃঢ় করে গড়ে তুলতে চাইছে। তাই এই পরিস্থিতিতে আজ প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে কেন্দ্রের সর্বদলীয় বৈঠক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে কেন্দ্রের পক্ষ থেকে ঢাকা এই সর্বদলীয় বৈঠকে বিরোধীদের পক্ষ থেকে কি মতামত দেওয়া হয় এবং তার পরিপ্রেক্ষিতে দেশের নিরাপত্তার স্বার্থে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করে কিনা কেন্দ্রীয় সরকার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!