এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > 17 মের পর কোন পথে রাজ্য? আজই এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী?

17 মের পর কোন পথে রাজ্য? আজই এক উচ্চ পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী?


বর্তমানে তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। বাংলাও তার ব্যতিক্রম নয়। তবে যত দিন যাচ্ছে, ততই পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেদিক থেকে আগামী 17 মে লকডাউন শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গে আবার লকডাউন বাড়বে কিনা, তার ব্যাপারে শুরু হয়েছে তীব্র জল্পনা। জানা গেছে, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠকে লকডাউন বৃদ্ধির পক্ষে ইঙ্গিত দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে শেষ পর্যন্ত এই ব্যাপারে রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয় এবং কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, তার দিকেই এখন নজর রয়েছে সকলের। সূত্রের খবর, মঙ্গলবার বিকেল তিনটেয় রাজ্যের সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং জেলা স্বাস্থ্য অধিকার্তাদের সঙ্গে বৈঠক করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর সেখানেই কোন কোন জেলায় করোনা কোন অবস্থায় রয়েছে, তা নিয়ে সকলের কাছ থেকে তথ্য নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর তারপরেই এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী বলে মত বিশেষজ্ঞদের। তবে প্রাথমিক পর্যায়ে জানা গিয়েছে, যে সমস্ত এলাকায় এখনও পর্যন্ত সংক্রমণ রয়েছে, সেই সমস্ত এলাকার কনটেইনমেন্ট জোনকে আরও কঠোর করতে চাইছে রাজ্য সরকার। তবে যেখানে সংক্রমণ কিছুটা হলেও কম, সেই সমস্ত জায়গায় বেশ কিছু ক্ষেত্রে ছাড় দিতে পারে রাজ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

 

সেদিক থেকে দোকান বাজারের পাশাপাশি পরিবহন ব্যবস্থা বা দিন আনে দিন খাওয়া মানুষদের রুজি-রোজগারের ক্ষেত্রে ছাড় দেওয়ার কথা ঘোষণা করতে পারে রাজ্য সরকার। ইতিমধ্যেই সোমবার রাজ্যের বিড়ি শ্রমিক এবং চা-বাগানের শ্রমিকদের কাজ করার ব্যাপারে সবুজসংকেত দিয়েছে রাজ্য। আর এবার মঙ্গলবার বৈঠকে আগামী 17 মের পর লকডাউন বৃদ্ধি নিয়ে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী, তার দিকে তাকিয়ে রয়েছেন সকলে।

বিশেষজ্ঞদের অনেকে বলছেন, রাজ্যের যে সমস্ত জেলায় পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করেছেন এবং যেখানে করোনা মারাত্মক আকার ধারণ করেছে, সেই সমস্ত জেলাগুলোতে আগামী 17 মের পর লকডাউন আরও কড়া করার কথা ভাবতে পারে পশ্চিমবঙ্গ সরকার। তবে যে সমস্ত জেলায় এখনও পর্যন্ত করোনা সংক্রমিত হয়নি, সেখানে ছাড় দিতে পারে রাজ্য।

সেদিক থেকে একদিকে করোনা মোকাবিলা এবং অন্যদিকে অর্থনৈতিক পরিস্থিতি সামলানোর মত পদ্ধতি অবলম্বন করতে পারে পশ্চিমবঙ্গ সরকার। এখন মঙ্গলবার রাজ্যের সমস্ত জেলার প্রশাসনিক কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর এই ব্যাপারে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন, তার দিকেই নজর গোটা রাজ্যবাসীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!