এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে নিষেধাজ্ঞার মাঝেই অবস্থান মমতার, ফের কি নিয়ম ভাঙলেন তৃণমূল নেত্রী? কি বলল কমিশন?

প্রচারে নিষেধাজ্ঞার মাঝেই অবস্থান মমতার, ফের কি নিয়ম ভাঙলেন তৃণমূল নেত্রী? কি বলল কমিশন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – প্ররোচনামূলক মন্তব্য করার কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার 24 ঘন্টা নিষিদ্ধ করেছিল নির্বাচন কমিশন। আর কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গান্ধী মূর্তির নিচে ধর্নায় বসতে দেখা যায় তৃণমূল নেত্রীকে। স্বাভাবিক ভাবেই তার এই ধরনের ছবি সংবাদ-মাধ্যমে প্রচারিত হওয়ার পর নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে। একাংশ বলতে শুরু করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার প্রক্রিয়া থেকে বাদ রেখেছিল নির্বাচন কমিশন। কিন্তু তার মধ্যেও যেভাবে তৃণমূল নেত্রী ধরনায় বসে পড়লেন, তা কার্যত নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য করা বলেই দাবি করতে শুরু করেছিলেন বিরোধীদের একাংশ।

স্বাভাবিক ভাবেই এই ঘটনার পরিপ্রেক্ষিতে ফের কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন! তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছিল প্রশ্ন। তবে এবার কমিশনের পক্ষ থেকে এই ব্যাপারে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হল, মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসে কোনো প্রকার নিয়ম ভাঙ্গেননি। তাই তার বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হবে না।

প্রসঙ্গত উল্লেখ্য, গত সোমবার রাত আটটা থেকে মঙ্গলবার রাত আটটা পর্যন্ত 24 ঘন্টার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রচার করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। আর এরপরই কমিশনের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে প্রতিবাদে বসে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে গান্ধী মূর্তির নিচে ধরনা দিতে দেখা যায় তাকে। শুধু তাই নয়, এই ধরনের প্রক্রিয়া চলাকালীন তুলি এবং রংয়ে একাধিক ছবি আঁকেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করে, কমিশনের পক্ষ থেকে যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনী প্রচার প্রক্রিয়া থেকে বাদ রাখা হোক না কেন, এইভাবে ধরনায় বসে তিনি তো আদতে নিজেকে খবরের শিরোনামে আনার চেষ্টা করলেন।

এক্ষেত্রে তিনি পরোক্ষে প্রচার করলেন বলে দাবি করতে শুরু করেন একাংশ। স্বাভাবিক ভাবেই তৃণমূল নেত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হোক বলে দাবি উঠতে শুরু করে। আর এই পরিস্থিতিতে কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দিয়ে জানিয়ে দেওয়া হল, মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে কোনো নিয়ম ভঙ্গ করেননি। যার ফলে সমালোচক মহল কিছুটা হলেও চাপে পড়ে গেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, বৃহস্পতিবার এই প্রসঙ্গে বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ধরনায় বসে কোনো নিয়ম ভাঙ্গেননি।” অর্থাৎ নির্বাচন কমিশনের সিদ্ধান্তের পরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধরনায় বসে পড়লেন, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলতে শুরু করেছিলেন একাংশ। তবে শেষ পর্যন্ত কমিশনের পক্ষ থেকে যেভাবে নিয়ম না ভাঙ্গার কথা জানিয়ে দেওয়া হল, তাতে তৃণমূল কংগ্রেস কিছুটা হলেও স্বস্তিতে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

পাশাপাশি বিরোধীদের পক্ষ থেকে তৃণমূল নেতৃত্বের চাপে ফেলতে এই ধারণা নিয়ে প্রশ্ন তোলা হলেও, যেভাবে বিশেষ পুলিশ পর্যবেক্ষক এক্ষেত্রে ধর্না নিয়ে কোনোরকম দোষ-ত্রুটি দেখছেন না, তাতে বিরোধীরা কিছুটা চাপে পড়লে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!