এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ইচ্ছে থাকলেও উপায় নেই, তৃণমূলের হাত ধরতে পারছেন না তিন কাউন্সিলর! জেনে নিন কারণ!

ইচ্ছে থাকলেও উপায় নেই, তৃণমূলের হাত ধরতে পারছেন না তিন কাউন্সিলর! জেনে নিন কারণ!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিপুল আসন নিয়ে তৃতীয়বারের জন্য কলকাতা পৌরসভার বোর্ড গঠন করতে চলেছে তৃণমূল কংগ্রেস। আজ তৃণমূলের পক্ষ থেকে কে মেয়র হবেন, তার নাম ঘোষণা করা হবে। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে জল্পনা চলছিল। তবে ফলাফল প্রকাশের দিনেই কলকাতা পৌরসভার তিন নির্দল প্রার্থী জয়লাভ করার পরেই তারা জানিয়ে দিয়েছিলেন যে, তারা এবার তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত হতে চান। স্বাভাবিকভাবেই এই ব্যাপারে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত গ্রহণ করে, তার দিকে নজর ছিল বিশেষজ্ঞদের। তবে অবশেষে সেই তিন নির্দল প্রার্থী, যারা জয়লাভ করেছেন, তাদের যে এখনই দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে না, তা স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, আজ মহারাষ্ট্র নিবাস তৃণমূলের পক্ষ থেকে সমস্ত কাউন্সিলরদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। আর সেখানেই তৃণমূল তাদের মেয়র কে হবে, সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। স্বাভাবিকভাবেই এই বৈঠকে যে তিন নির্দল প্রার্থী জয়লাভ করে তৃণমূলে যোগ দিতে চান বলে ইচ্ছা প্রকাশ করেছিলেন, তাদেরকে ডাকা হয়নি। আর তার ফলেই একাংশ মনে করছেন যে, এখনই তৃণমূল কংগ্রেস নির্দল কাউন্সিলরদের নিজেদের সঙ্গে যুক্ত করতে চাইছেন না।

আর সেই কারণেই দলের সমস্ত কাউন্সিলরকে নিয়ে বৈঠক করা হলেও, সেখানে তিন নির্দল কাউন্সিলর ডাকা হল না। স্বভাবতই তিন নির্দল কাউন্সিলর তৃণমূলের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও, এখনই যে তাদের ঘাসফুল শিবিরে যোগদান হচ্ছে না, তা একপ্রকার স্পষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!