এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > রেল চলাচল নিয়ে সাধারণ মানুষের আশায় জল! আপাতত চলবে না কোনো লোকাল ট্রেন

রেল চলাচল নিয়ে সাধারণ মানুষের আশায় জল! আপাতত চলবে না কোনো লোকাল ট্রেন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা শুরু হওয়ার পর থেকেই ক্রমশ একে একে বন্ধ হয়ে যায় ট্রেন, বাস, মেট্রো। মোটকথা গণপরিবহণ পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। শুধুমাত্র করোনা পরিস্থিতিতে পার্সেল ট্রেন চলেছে এতদিন। তবে আনলক পর্বের শুরু থেকে একটু একটু করে খুলেছে অফিস-কাছারি, শুরু হয়েছে মানুষের রাস্তায় বেরোনো এবং পরিবহণ ব্যবস্থাও ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যে বাস, অটো চালু হয়ে গেলেও রেল কিংবা মেট্রো কিন্তু এখনও চালু হয়নি। যার ফলে নিত্যযাত্রী যারা, তাঁরা পড়েছেন অত্যন্ত অসুবিধায়।

বর্তমানে মেট্রোরেল চালু হওয়ার কথা শোনা যাচ্ছে। তবে লোকাল ট্রেন কবে থেকে চালু হবে, তা নিয়ে কিন্তু এখনো কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর একথাই এদিন স্পষ্ট করে জানিয়ে দিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনিত শর্মা। তিনি জানিয়েছেন, মেট্রোরেল চালু হবার কিছুটা সম্ভাবনা থাকলেও এই মুহূর্তে হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে লোকাল ট্রেন কোনোভাবেই চালানো সম্ভব নয়। তবে পরিকল্পনা অনুযায়ী ট্রেন চালানোর জন্য রাজ্যের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে তিনি জানান।

এদিন সুনিত শর্মা জানিয়েছেন, মেট্রোর দৈনিক যাত্রীসংখ্যা 6 লক্ষ 50 হাজার। সেখানে দৈনিক মেট্রোতে রেলযাত্রীই হচ্ছে 30 লক্ষ। অন্যদিকে করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা অত্যন্ত জরুরি। সে জায়গায় চৌদ্দশ ট্রেন এবং 200 স্টেশন সামলে কি করে তা মানা হবে, তাই নিয়ে শুরু হয়েছে চিন্তা। এই পরিস্থিতিতে যাত্রীদের ভিড় সামলানোর জন্য কিছু সফটওয়্যার ডেভেলপ হচ্ছে বলে জানা গেছে। তবে এই মুহূর্তে ট্রেন চলার কোনো আশা নেই বলেই জানা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার এদিন জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে নতুন করিডোর হতে চলেছে। ডানকুনিতে ইতিমধ্যেই ফ্রেড করিডোরের কাজ চলছে জোরকদমে বলে জানা গেছে। অন্যদিকে হকার সমস্যা নিয়ে রেল এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা করেনি বলে খবর। তবে করোনার মধ্যে দিয়েও রেলের ট্র্যাক, ব্রিজ, স্টেশন, পার্ক সব জায়গাতেই উন্নয়ন হয়েছে বলে জানিয়েছেন সুনিত শর্মা। প্রসঙ্গত, মেট্রোরেল চলা শুরু হতে পারে এমন এমন খবর পাওয়ার পর থেকেই লোকাল ট্রেন চলা নিয়ে আশাবাদী হয়ে ওঠে সাধারণ মানুষ। কিন্তু সেই আশায় এবার পুরোপুরি জল ঢেলে দিলেন রেল কর্তৃপক্ষ।

অন্যদিকে ট্রেন না চলায় যথারীতি যাত্রীদের যেমন ভোগান্তি হচ্ছে, ঠিক সেভাবেই হকাররাও পড়েছেন আতান্তরে। করোনা পরিস্থিতিতে কাজ হারিয়েছেন প্রায় কয়েক হাজার হকার বলে জানা গেছে। বিশেষজ্ঞদের মতে, করোনা পরিস্থিতিতে ট্রেন চালালে পরিস্থিতি যে আরও খারাপ হবে তা বলাইবাহুল্য। কারণ ট্রেন চলাচল শুরু হলে খুব স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীদের আনাগোনা বাড়বে। তার সাথে সাধারণ মানুষও যাতায়াত শুরু করবে বিভিন্ন জায়গায়। ফলস্বরূপ করোনার সংক্রমণ এক ধাক্কায় অনেকটা বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রেন না চলার সিদ্ধান্তকেই অনেকে মেনে নিয়েছেন।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!