এখন পড়ছেন
হোম > জাতীয় > মহারাষ্ট্রে সরকার নিয়ে ল্যাজেগোবরে ৩ শরিক? দপ্তর বন্টন নিয়ে চূড়ান্ত জল্পনা

মহারাষ্ট্রে সরকার নিয়ে ল্যাজেগোবরে ৩ শরিক? দপ্তর বন্টন নিয়ে চূড়ান্ত জল্পনা


মহারাষ্ট্রে রাজ্যে সরকার গঠন নিয়ে ইতিমধ্যেই অনেক জল ঘোলা হয়েছে রাজনৈতিক মহলে। বেশ কয়েকবার নানান রকম জল্পনা উস্কে দিয়ে অবশেষে রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি জোটের মহাবিকাশ আঘাড়ি সরকার। তবে রাজনৈতিক মহলের তরফ থেকে যেমনটা আশা করা হয়েছিল, তার অনুরূপ ভাবেই বিপরীত মেরুর এই তিনটি দলের জোট সরকারের প্রথম দিকেই বেশ কয়েকটি বিষয়ে নীতিহীনতার মত দৃষ্টান্ত সামনে আসছে।

ইতিমধ্যেই এনসিপির পাশাপাশি কংগ্রেসের তরফ থেকেও উপমুখ্যমন্ত্রী পদের দাবি করা হয়েছিল। বর্তমানে সেই সমস্যা কিছুটা ম্রিয়মাণ হলেও সরকার গঠনের কার্যত আট দিন পরে পর্যন্ত মন্ত্রিসভা গঠন করতে পারেনি মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সঙ্গে ছয়জন মন্ত্রী শপথ নিলেও তাদের দপ্তর বন্টন এখনও পর্যন্ত সম্ভব হয়নি। এদিকে এই বিষয়ে মহারাষ্ট্রের শিবসেনা, কংগ্রেস, এনসিপি জোট সরকারকে কাঠগড়ায় তুলতে ছাড়েননি রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব।

এই বিষয়ে মহারাষ্ট্রের ভূতপূর্ব মন্ত্রী ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতা আশিস সেলার বলেন, “শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে আর দিন কেটে গিয়েছে। এখনও কোন দপ্তর বন্টন হয়নি। এমনকি ঠাকরের সঙ্গে যারা শপথ নিয়েছিলেন, তারাও কোনো দায়িত্ব পাননি।” এছাড়াও দপ্তর ভাগাভাগি নিয়ে শরিক দলগুলোর মধ্যে সবচেয়ে মতান্তর চলছে তাও এদিন প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী আশিসবাবু। বস্তুত, গত বুধবার দেখা গেছে, শিবসেনার 400 জন কর্মী যোগ দিয়েছে ভারতীয় জনতা পার্টিতে।

মহারাষ্ট্রে রাজনীতিতে যা বিরলতম ঘটনা বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ বরাবরই শিবসৈনিকরা নিজেদের দলের প্রতি অনুগত থাকত। কিন্তু উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন শিবসেনা কংগ্রেস এবং এনসিপির ভিন্ন বিচারধারার দলের সঙ্গে জোট যে দলের অনেক কর্মী সমর্থকরাই মেনে নিতে পারেননি, তা প্রকাশ পেয়েছে এই বড়মাত্রায় যোগদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে। যদিও মন্ত্রিসভা সম্প্রসারণ নিয়ে ভারতীয় জনতা পার্টির অভিযোগে কোনো রকম আমল দিতে চাইনি জোট সরকারের নেতৃত্ব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এনসিপি’র তরফ থেকে জয়ন্ত পাতিল এবং কংগ্রেসের তরফ থেকে বালাসাহেব থোরাট বলেন, “দু-একদিনের মধ্যেই মন্ত্রিসভা গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং ঘোষণা করা হবে।” বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই দপ্তর বন্টন নিয়ে বৈঠক হয়ে গেছে। সেই বৈঠকে এনসিপির তরফ থেকে শরদ পাওয়ার, প্রফুল্ল প্যাটেল এবং কংগ্রেসের তরফ থেকে আহমেদ প্যাটেল, বালাসাহেব থরাট, অশোক চ্যবন ও নীতির রাউত প্রমূখ বৈঠকে বসেছেন।

যেখানে মন্ত্রিসভার ক্ষেত্রে শরিক দলের ভূমিকা নিয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তবে এই ক্ষেত্রে শিবসেনার সঙ্গেও আলোচনা করবেন কংগ্রেস এবং এনসিপি নেতারা বলে জানা যাচ্ছে। মহারাষ্ট্র বিধানসভার বিধায়ক সংখ্যা অনুযায়ী, মন্ত্রিসভায় সর্বাধিক 43 জন মন্ত্রী কার্যভার গ্রহণ করতে পারবেন। সেই অনুসারে শিবসেনার তরফ থেকে 16 জন, কংগ্রেসের তরফ থেকে 12 জন এবং এনসিপি তরফ থেকে 15 জন মন্ত্রী হিসাবে নিযুক্ত হবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই স্পিকার পদ কংগ্রেসের জন্য ছাড়া হয়েছে।

জোট সরকারের ক্ষেত্রে আগেই ঠিক হয়েছিল উপমুখ্যমন্ত্রী এনসিপির থেকে হবেন। তবে সেই পদে এনসিপি থেকে কে বসবেন, তাই নিয়ে কিন্তু ইতিমধ্যেই চরম সংশয় দেখা দিয়েছে দলের মধ্যেই। সূত্রের খবর অনুযায়ী, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রীতিমত সিদ্ধান্ত সঙ্কটে ভুগতে হচ্ছে শরদ পাওয়ারকে। কারণ ইতিপূর্বেই এনসিপির তরফ থেকে মহারাষ্ট্রে প্রাক্তন অর্থমন্ত্রী জয়ন্ত পাতিলকে উপমুখ্যমন্ত্রী করা হবে বলে কথা হয়েছিল।

আর সেই কথা দিয়েছিলেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। কিন্তু সম্প্রতি অজিত পাওয়ারের তরফ থেকে উপমুখ্যমন্ত্রী পদের জন্য প্রবল পরিমাণে দাবি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। তাই এমতঅবস্থায় উপমুখ্যমন্ত্রী কে হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এনসিপি চিফ শারাদ পাওয়ারকেই। রাজনৈতিক মহলের মতে, স্বাভাবিকভাবেই বহুদলীয় সরকারের ক্ষেত্রে দপ্তর বন্টন নিয়ে একটা টানাপোড়েন থেকেই যায়।

তবে যেহেতু মহারাষ্ট্রে পরস্পরবিরোধী মতাদর্শের দলগুলি এক জোট হয়ে সরকার গঠন করেছে, সেক্ষেত্রে সরকারের যেকোনো সিদ্ধান্তহীনতায় প্রশ্ন সৃষ্টি করছে রাজনৈতিক মহলের অন্দরে। বিশেষ করে কর্ণাটকের উদাহরণ সামনে রেখে রাজনৈতিক সমীক্ষকদের মত, যেভাবে ডামাডোলের মধ্যে দিয়ে এগোচ্ছে জোট সরকার, তাতে আগামী ৬ মাসের মধ্যে নিজেদের কোন্দলেই না পড়ে যায় তা! আর তা হলে, বিজেপি যে তার পূর্ণ সদ্ব্যবহার করবে – সে ব্যাপারে নিশ্চিত প্রায় সকলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!