এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পৌরসভার টিকিট পেতে গেলে কি করতে হবে, জানিয়ে দিলেন অভিষেক!

পৌরসভার টিকিট পেতে গেলে কি করতে হবে, জানিয়ে দিলেন অভিষেক!

এখনও পর্যন্ত পৌরসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি। কিন্তু তা যে কার্যত সময়ের অপেক্ষা, তা পরিষ্কার সকলের কাছেই। ইতিমধ্যেই নানা রাজনৈতিক দলের তরফে পৌরসভা নির্বাচনে ভালো ফল করবার জন্য নেওয়া হচ্ছে প্রস্তুতি। তবে এবারের এই পৌরসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা কেমন হবে, তা নিয়ে তৃণমূল নেতাদের গুঞ্জন দীর্ঘদিনের।

কেননা লোকসভা নির্বাচনের পর দলের দায়িত্ব নেওয়া প্রশান্ত কিশোর তার টিমকে দিয়ে বিভিন্ন ওয়ার্ডে সমীক্ষা করাতে শুরু করেছেন। আর সেই সমীক্ষার ফলাফলে যে তৃণমূল নেতার জনপ্রিয়তা বেশি পরিমাণে উঠে আসবে, তাকেই তৃণমূলের প্রার্থী করা হতে পারে বলে মনে করা হচ্ছে। সেদিক থেকে তৃণমূলের অনেক বর্তমান কাউন্সিলররা এবার টিকিট নাও পেতে পারেন বলে দাবি একাংশের। আর যদি তা হয়, তাহলে দলে নতুন বনাম পুরনোদের মধ্যে তৈরি হতে পারে মতানৈক্য।

কিন্তু কি হবে, কেমন হবে প্রার্থী তালিকা, তা এখনও জানা যায়নি। ইতিমধ্যেই “বাংলার গর্ব মমতা” বলে একটি কর্মসূচির সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার পৌরসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিতে মঙ্গলবার তৃণমূল ভবনে কলকাতার কাউন্সিলর এবং ব্লক সভাপতিদের নিয়ে বৈঠক করল তৃণমূল শীর্ষ নেতৃত্ব।

সূত্রের খবর, মঙ্গলবার তৃণমূল ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন, তৃণমূল যুব সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট ভোটগুরু প্রশান্ত কিশোর, তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। আর সেখানেই দলের কাউন্সিলরদের উদ্দেশ্যে টিকিট পাওয়া নিয়ে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টিকিট পাওয়ার ক্ষেত্রে এবার কোনো নেতার কোন তদ্বির যে খাটবে না, তা কার্যত এদিনের বৈঠকে স্পষ্ট করে দেন তিনি। জানা গেছে, বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, “টিকিট পাওয়ার জন্য কোনো তদবির, তদারকি চলবে না। টিকিট পেলে ভোটে জেতার জন্য গাজোয়ারি চলবে না। জনতার ভোটে জিতে আসতে হবে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকরা বলছেন, তৃণমূলের দায়িত্ব নিয়ে তার রোগ ভালোই ধরে করেছেন প্রশান্ত কিশোর। আর তাই নিজের মুখ দিয়ে কিছু না বললেও, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে দলের কর্মীদের বোঝানোর চেষ্টা করেছেন তিনি। কেননা বিগত দিনে যে সমস্ত নির্বাচন হয়েছে রাজ্যে, প্রায় সব কটাতেই সন্ত্রাসের অভিযোগ তুলেছে বিরোধীরা। পাশাপাশি গায়ের জোরে ছাপ্পা ভোট দিয়ে তৃণমূল জিতেছে বলেও অভিযোগ করেছেন বিরোধী রাজনৈতিক দলগুলো। কিন্তু এবার যাতে সেরকম কোনো অভিযোগ বিরোধীরা তুলতে না পারে, তার জন্য গাজোয়ারি করা যাবে না বলে এদিনের বৈঠক থেকে স্পষ্ট জানিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

পাশাপাশি তৃণমূলে কারা টিকিট পাবে, তা নিয়ে যখন নানা মহলে গুঞ্জন চলছে, তখন কোনো নেতা টিকিট পাওয়ার ক্ষেত্রে তদবির করবেন না বলেও এদিনের বৈঠক থেকে জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি। এদিকে টিকিট না পাওয়া নিয়ে কেউ যাতে দলে কোনরূপ অন্তর্ঘাত সৃষ্টি করতে না পারেন, তার জন্যেও এদিন কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে একদিকে দলের শৃঙ্খলা আরেকদিকে ভোটে গণতন্ত্রকে অটুট রাখতে কাউন্সিলরদের বৈঠকে কড়া নির্দেশ তৃণমূল শীর্ষ নেতৃত্বের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!