এখন পড়ছেন
হোম > জাতীয় > পুলওয়ামা হামলা নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন, তাঁদের মুখোশ খুলে দিয়েছে – মন্তব্য প্রধানমন্ত্রীর!

পুলওয়ামা হামলা নিয়ে যাঁরা প্রশ্ন তুলেছিলেন, তাঁদের মুখোশ খুলে দিয়েছে – মন্তব্য প্রধানমন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি সর্দার বল্লভভাই পটেলের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে দু’ দিনের সফরে গুজরাতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন কেভাডিয়া কলোনিতে সর্দার স্ট্যাচু অফ ইউনিটি থেকে আমেদাবাদ পর্যন্ত দেশের প্রথম সি- প্লেন পরিষেবারও উদ্বোধন করেন তিনি। এরই সঙ্গে তিনি রাষ্ট্রীয় একতা দিবসের প্যারেডেও অংশ নেন।

এদিনের কথা প্রসঙ্গে ফ্রান্সের নিসে জঙ্গি হামলার প্রসঙ্গ তোলেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত জঙ্গি হামলা নিয়ে ইসলামপন্থী দেশগুলির সঙ্গে ফ্রান্সের যে বাকযুদ্ধ শুরু হয়েছে সেকথা কারো অজানা নয়। আর এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, সন্ত্রাসের বিরুদ্ধে সব দেশের সরকার এবং সব ধর্মকেই ঐক্যবদ্ধ হতে হবে।

তাঁর মতে, শান্তি, সৌভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাই প্রকৃত মানবিকতার পরিচয়। সন্ত্রাসবাদ যে কখনও কারও ভাল করতে পারে না, সেই বার্তাই দিয়েছেন তিনি। সেইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভারতের বৈচিত্রই ভারতের অস্তিত্বের মূল শক্তি। এই কারণেই ভারতবাসীরা অন্যদের থেকে এতখানি আলাদা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর মতে, তাই প্রত্যেক ভারতবাসীর একথা মনে রাখা দরকার যে এই একতাই আমাদের শক্তি। আর অন্যরা সবসময় এই বৈচিত্রকেই আমাদের দুর্বলতায় পরিণত করার চেষ্টা করছে বলেও মনে করেন তিনি। তাঁর কথায়, এবার এই শক্তিগুলিকে চিনে নেওয়া দরকার পড়েছে।

অন্যদিকে, ইতিমধ্যেই পুলওয়ামা হামলা পাকিস্তানের বড় সাফল্য বলে বৃহস্পতিবার পাকিস্তানের সংসদে দাঁড়িয়ে স্বীকার করে নিতে দেখা গেছে পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীকে। আর এরপরই বিজেপি-র তরফ থেকে দাবি করা হয় যে, পুলওয়ামা হামলায় বিজেপি ষড়যন্ত্র করেছিল বলে যে অভিযোগ তোলা হয়েছিল তার জন্য কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত।

সেই একই প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী এ দিন বলেন, প্রতিবেশী দেশ পাকিস্তানে পুলওয়ামায় হামলা নিয়ে মন্ত্রীর এহেন স্বীকারোক্তি সেই সমস্ত মানুষের মুখোশ খুলে দিয়েছে, যাঁরা এই ঘটনায় শহিদদের আত্নত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর কথায় তিনি এই সমস্ত আক্রমণ সহ্য করলেও শহিদ সেনাদের জন্য তাঁর মনে যে গভীর ক্ষত ছিল, সেই কথাই স্বীকার করেছিলেন তিনি। তাঁর কথায়, তিনি এই সমস্ত রাজনৈতিক দলগুলিকে অনুরোধ করতে চান দেশের সুরক্ষা, নিরাপত্তাবাহিনীর মনোবলের কথা ভেবে দয়া করে এই ধরনের রাজনীতি বন্ধ করতে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!