এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > আগামী ২৪ শে রাজ্য সরকারের ঘুম উড়িয়ে অভিনব আন্দোলনে সরকারি কর্মচারীরা

আগামী ২৪ শে রাজ্য সরকারের ঘুম উড়িয়ে অভিনব আন্দোলনে সরকারি কর্মচারীরা


আগামী মঙ্গলবার, ২৪ শে এপ্রিল রাজ্য সরকারের ঘুম ওড়াতে অভিনব প্রতিবাদ আন্দোলনের পথে রাজ্য সরকারি কর্মচারীরা। ঐদিন দুপুর ২ টোর সময় বিজেপি প্রভাবিত সরকারী কর্মচারী পরিষদ, বিজেপি টিচার্স সেল, বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ,পশ্চিমবঙ্গ পরিবহন শ্রমিক পরিষদ সহ অন্যান্য সরকারি কর্মচারীরা এক অভিনব বিক্ষোভ মিছিল করতে চলেছেন। সূত্রের খবর, আন্দোলনকারীরা যোগাযোগ ভবনের সামনে সর্দার বল্লভভাই প্যাটেল মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করবেন এবং সেখানে বিক্ষোভকারী সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও রাজ্য বিজেপি নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এই বিষয়ে, ওই বিক্ষোভ কর্মসূচির অন্যতম নেতা ও আয়োজক বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশিস শীলের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান মূলত ছয় দফা দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। সেগুলি হল –

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

১. অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ও কেন্দ্রীয়হারে সংশোধিত বেতনক্রম চালু করতে হবে
২. বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে
৩. সমস্ত প্রকার অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করতে হবে
৪. বিশ্ববিদ্যালয় কর্মচারীদের অন্তর্বর্তী ভাতা প্রদান করতে হবে
৫. বেসরকারি পরিবহন শ্রমিকদের পিএফ, ইএসআই এর ও চাকরির স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে
৬. আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সরকারী কর্মচারী সহ অন্যান্য ভোট কর্মচারীদের অবাধ ও নিরপেক্ষ ভোট পরিচালনা করতে দিতে হবে ও তাঁদের নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করতে হবে

এই প্রসঙ্গে দেবাশিসবাবু আরো জানান যে, ইতিমধ্যেই আমরা রাজ্য সরকারের বঞ্চনার বিরুদ্ধে অভিনব ঘেউ ঘেউ প্রতিবাদ জানিয়েছি। বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের সঙ্গে দেখা করে আমাদের দাবির কথা জানিয়ে এসেছি। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকারি কর্মীদের ক্রমাগত বঞ্চনা করেই যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একজন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের সাধারণ সরকারি কর্মচারী ও তাঁর পরিবার যে কি অসীম কষ্টে দিন কাটাচ্ছে তা মাননীয়া মুখ্যমন্ত্রীর নজর এড়িয়ে যাচ্ছে দিনের পর দিন, অথচ তিনি খেলা-মেলা-পুরস্কার নিয়ে ব্যস্ত। কিন্তু তাঁর এই বঞ্চনায় রাজ্য সরকারি কর্মচারীদের যে দৈন্যদশা দিনদিন প্রকট হয়ে উঠছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভকারী কর্মচারীবন্ধুরা থালা হাতে অভিনব মিছিল ও প্রতিবাদ করবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!