এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর “কৃষকবন্ধু” ইমেজ ভাঙতে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন রাহুল গান্ধী

প্রধানমন্ত্রীর “কৃষকবন্ধু” ইমেজ ভাঙতে বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন রাহুল গান্ধী

লোকসভা ভোট যতই এগিয়ে আসছে ততই যেন বিজেপি বিরোধিতার সুর চওড়া করছেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। এবার আবার কেন্দ্রের নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে কর্মসংস্থান ও কৃষক সংকট নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

সূত্রের খবর, এদিন এক সংবাদপত্রের পুনরায় আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় সমালোচনা করেন রাহুল গান্ধী। তিনি বলেন, “কৃষকদের দায় হিসেবে মনে করে মোদি সরকার।”

অন্যদিকে বর্তমানে দেশের প্রধান স্পর্শকাতর দুটি বিষয়ই যে, কর্মসংস্থান এবং কৃষকদের বকেয়া – এদিন সেই কথা তুলে ধরেও বিজেপির ওপর প্রবল চাপ সৃষ্টি করেন তিনি। কংগ্রেস সভাপতি বলেন, “কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার যুবকদের কাজ দিতে পারছে না। তাই যুবকদের কাজ দেওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ কংগ্রেস সরকারের”।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

অন্যদিকে এদিন পাঞ্জাবের মাটিতে দাঁড়িয়ে বিগত ইউপিএ সরকারকে কৃষকদরদী সরকার হিসেবেও তুলে ধরার চেষ্টা করেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি। রাহুল গান্ধী বলেন, “কেন্দ্রে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল বা যে সমস্ত রাজ্যে বর্তমানে কংগ্রেস ক্ষমতায় রয়েছে সেখানে কর্মসংস্থান ও কৃষকদের স্বার্থের বিষয়টি দেখা হচ্ছে। কংগ্রেসই এই কাজটা করতে পারে, তার কারণ আমরা মানুষের কথা শুনি।”

এদিকে সিবিআইয়ের মত তদন্তকারী সংস্থার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ নিয়েও এদিন বিজেপিকে তুলোধোনা করেন রাহুল গান্ধী। পাশাপাশি পাঁচ রাজ্যের ভোটে বিজেপি যে প্রবলভাবে পরাস্ত হবে এদিন সেই ব্যাপারেও নিজের বক্তব্যে আশা প্রকাশ করে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি বলেন, “নির্বাচনে আমরা বিজেপিকে পরাজিত করব। তবে শুধু জিতলেই হবে না। কর্মসংস্থান ও কৃষক সমস্যা আমাদেরকেই সমাধান করতে হবে।”

রাজনৈতিক মহলের মতে কেন্দ্রের বিজেপি সরকারের, বর্তমানে দুর্বল জায়গাটি বেশ ভালোই ভাবেই ধরে ফেলেছেন রাহুল গান্ধী। আর তাইতো এবার সেই মোদী-শাহ জুটির বিরুদ্ধে সরব হয়ে কর্মসংস্থান ও কৃষক সমস্যা ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!