এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ফেসবুকেই হয় আসল ভোটের ‘খেলা’? ভারতেও সক্রিয় ‘চক্র’? বহিস্কৃত কর্মীর দাবিতে কার্যত বিস্ফোরণ!

ফেসবুকেই হয় আসল ভোটের ‘খেলা’? ভারতেও সক্রিয় ‘চক্র’? বহিস্কৃত কর্মীর দাবিতে কার্যত বিস্ফোরণ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুকাল ধরেই ফেসবুককে অভিযুক্ত করে দেশের বিরোধীরা বিভিন্ন অভিযোগ তুলেছিলেন। শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর বিভিন্ন দেশেও ফেসবুক নিয়ে ঝুড়ি ঝুড়ি অভিযোগ আসছে। কিন্তু সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে পৃথিবী জুড়ে তীব্র চাঞ্চল্য। আপাতদৃষ্টিতে ফেসবুককে অত্যন্ত নিরীহ মনে হলেও, ফেসবুকের আড়াল দিয়েই যে আসল ভোটের খেলা চলছে, সে তথ্য জানিয়েছেন ফেসবুকেরই এক প্রাক্তন কর্মী। একসময় ফেসবুকের ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করেছেন সোফি ঝ্যাং।

সম্প্রতি সামনে এসেছে তাঁর লেখা একটি অভ্যন্তরীণ মেমো। প্রায় সাড়ে 6 হাজার শব্দের লেখা ওই মেমোতেই পরিষ্কার হয়ে গেছে, ফেসবুক এর আসল রূপ। তবে সোফি নিজে এখনো পর্যন্ত সংবাদমাধ্যমের সামনে আসেননি। এহেন সোফি তাঁর মেমোতে দাবি করেছেন, বিশ্বের অন্যতম দেশ আজারবাইজান, হন্ডুরাস, ব্রাজিল, বলিভিয়া, ইকুয়েডর কিংবা স্পেন শুধু নয়, সাম্প্রতিক দিল্লির লোকসভা নির্বাচনেও বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে ক্রমাগত ভোটারদের বিভ্রান্ত করার কাজ চালিয়ে গেছে ফেসবুক।

সোফি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সুপারিশ করার পর ওই আইটি সেলকে শেষমেষ নিষ্ক্রিয় করা গিয়েছিল। তবে রাজনৈতিক ওই নেটওয়ার্ককে ফেসবুক বন্ধ করেনি। এ প্রসঙ্গে বলা হয়েছে, চাপে পড়ে ফেসবুক কর্তৃপক্ষ শুধুমাত্র কিছু পোস্ট কিংবা ভুয়ো অ্যাকাউন্ট ডিলিট করে কিংবা নিষিদ্ধ করে দায় সেরেছে। অনেক দেশের ক্ষেত্রে সেটুকুও হয়নি বলে জানা গেছে। সোফি মেমোতে আরও জানিয়েছেন, ভোটের সময় বিভিন্ন দেশের বড় বড় রাষ্ট্রনেতারা তাঁদের নিজেদের নাগরিকদের লাগাতার বিভ্রান্ত করেছেন। আর সে ব্যাপারে তাদের প্রবল ভাবে সাহায্য করেছে ফেসবুক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নিজেদের ব্যবসার স্বার্থে ফেসবুক যে তাঁদের নীতি আর মানছে না সে অভিযোগ স্পষ্ট সোফির মেমোতে। অভিযোগ পাওয়ার পর ফেসবুক কর্তৃপক্ষ অহেতুক দেরি করেছে সমস্যা মেটাতে বলে জানা গেছে।এ প্রসঙ্গে সোফি জানিয়েছেন, ব্রাজিল এবং আমেরিকার ভোটের আগে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক এমন দেড় কোটি অ্যাকাউন্ট এর ওপর খড়গহস্ত হয়েছিল তাঁর টিম। এ প্রসঙ্গে সোফি জানিয়েছেন, একটা সময় তিনি নিজেও চাপে পড়ে ছিলেন সংস্থার প্রতি দায়বদ্ধতা নিয়ে।

আর সে ক্ষেত্রে তিনি জানিয়েছেন, ইরাক, ইতালি কিংবা ইন্দোনেশিয়ায় ফেসবুক মারফত যে রাজনৈতিক ষড়যন্ত্র হয়েছিল তা তিনি সামলাতে পারেননি। সোফি ঝ্যাং এর যাবতীয় অভিযোগ ইতিমধ্যেই খারিজ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। অন্যদিকে প্রাক্তন ফেসবুক কর্মীর চাঞ্চল্যকর মেমো প্রকাশ করে একটি সংবাদমাধ্যম দাবি করেছে, ফেসবুকের পক্ষ থেকে ইতিমধ্যেই সোফিকে বিশাল অংকের টাকা প্যাকেজ হিসেবে দিতে চেয়েছিল, কিন্তু সোফি সেই প্যাকেজ খারিজ করে দেন বলেই তাঁর চাকরি গেছে।

অন্যদিকে ফেসবুকের এই কালিমালিপ্ত দিকটি সামনে আসার পরেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোড়ন। ফেসবুকের বিরুদ্ধে বিভিন্ন সময় যে অভিযোগ উঠে আসছিল এতদিন, তা বর্তমানে সোফির আভ্যন্তরীণ মেমো সামনে আসার পর সত্যি বলেই দাবি করছে বিভিন্ন মহল। ভারতেও ইতিমধ্যে ফেসবুককে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ফেসবুক যে যথেষ্ট কাজ করে সে কথাই বলা হয়েছে। সোফি ঝ্যাংয়ের আভ্যন্তরীণ মেমো সামনে আসার ফলে সেই অভিযোগ যথেষ্ট গুরুত্ব পেল বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!