বীরভুমে বিজেপির জনসংযোগ সভা থেকে কি বললেন মুকুল রায়?দেখে নিন রাজ্য December 24, 2017 এদিন বীরভুমে বিজেপির জনসংযোগ যাত্রা উপলক্ষে সমাবেশ হচ্ছে। আর সেখানেই মুকুলবাবু তৃণমূলকে বিঁধে বলেন সন্ত্রাস করে তৃণমূলের বেশিদিন চলবে না। বিজেপির ভোট বাড়ছে। দেখতে থাকুন কী হয়। পাশাপাশি সাধারণ মানুষের উদেশ্যে তিনি বলেন সিপিআইএম বা কংগ্রেসকে এখনও যারা ভোট দিচ্ছেন তারা ভাবুন কেন ভোট নষ্ট করছেন। ভোট সরাসরি বিজেপিকে দিন। 2019 লোকসভায় বিজেপি 15-20 টা আসন পাবে। তারপর 2021 এ সরকার গড়বে। তৃণমূলের তীব্র সমালোচনা করতেও ছাড়েননি মুকুলবাবু। তিনি বলেন পরিবর্তনের অপব্যবহার করেছে ওরা। তাই এখন পুলিশরাজ কায়েম করে ক্ষমতা ধরে রাখছে । এসবের দিন শেষ হয়ে আসছে।এদিন অবশ্য পুলিশ অফিসারদেরকেও সাবধান করে বলেছেন যে যেসব পুলিশ অফিসার অন্যায় জুলুম করছেন শাসকের কথায় , তারা ভবিষ্যৎ ভেবে কাজ করুন। আজ যারা বিরোধী, কাল তারাই সরকার চালাবে। আপনার মতামত জানান -